ওয়েলিংটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পঞ্চম দিন টিম সাউদির বাউন্সারে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে এক্স-রে করার পর বড়সড় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে মুশফিকুর বিপদমুক্ত বলে জানানো হয়েছে বাংলাদেশ দলের পক্ষ থেকে।
এই টেস্টের শুরু থেকেই দু দলের বোলাররা একের পর বাউন্সারে ব্যাটসম্যানদের আঘাত করছিলেন। প্রথম ইনিংসে তাস্কিন আহমেদের বাউন্সারে মাথায় আঘাত পান মিচেল স্যান্টনার। কামরুল ইসলামের বলে তিনবার আঘাত পান নিল ওয়াগনার। তাঁর চিবুক থেকে রক্ত পড়তে থাকে।
পঞ্চম দিন সকালে ১৩ রান করার পর সাউদির বাউন্সার সামাল দিতে না পেরে মাথার পিছন দিকে আঘাত পান মুশফিকুর। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দু দলের ক্রিকেটার ও দর্শক সহ সবাই আতঙ্কিত হয়ে পড়েন। মাঠেই অ্যাম্বুলেন্স এনে মুশফিকুরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষপর্যন্ত জানা গিয়েছে, তাঁর আঘাত গুরুতর নয়।
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মুশফিকুর রহিম
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jan 2017 01:08 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -