নয়াদিল্লি: দলে একাধিক ম্যাচ উইনারের উপস্থিতি এবং মহেন্দ্র সিংহ ধোনির দক্ষতার কারণে এবারের বিশ্বকাপে ভারতই ফেভারিট বলে মনে করছেন মিতালি রাজ। ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে একদিনের ফর্ম্যাটে ভারতের মহিলা দলের অধিনায়ক বলছেন, ‘ভারতীয় দলে এখন অনেক ম্যাচ উইনার আছে। অধিনায়ক (বিরাট কোহলি) সামনে থেকে দলকে নেতৃত্ব দেন। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধবনও ভরসা দেন দলকে। এছাড়া আমাদের জসপ্রীত বুমরাহর মতো ফাস্ট বোলার এবং স্পিনাররা আছে। তবে আমার মনে হয়, যে দল বড় রান তুলতে পারবে এবং বোলাররা বিপক্ষ দলকে কম রানে বেঁধে রাখতে পারবে তারাই জিতবে। আমাদের দলে গভীরতা আছে। আমাদের দলে ধোনির দক্ষতা আছে। আমি কোনও একজন খেলোয়াড়কে বেছে নিতে পারব না। ভারতীয় দলে একাধিক ম্যাচ উইনার আছেন।’ এই ভিডিওতে দেখা যাচ্ছে, হায়দরাবাদে নিযুক্ত অ্যান্ড্রু ফ্লেমিংয়ের সঙ্গে কথা বলছেন মিতালি। তিনি বলেন, ‘সদ্যসমাপ্ত আইপিএল-এ সব দলের প্রথমসারির খেলোয়াড়রাই ভাল ফর্মে ছিলেন। সবাই বিশ্বকাপের দিকে তাকিয়ে আছেন। সম্প্রতি সব ফর্ম্যাটে ভাল খেলছে ভারত। সেই কারণে বিশ্বকাপে ভারতই ফেভারিট। তবে আমি আয়োজক দেশ ইংল্যান্ডকেও হিসেবের বাইরে রাখতে পারি না। ওরাও একদিনের ম্যাচে ভাল খেলছে। তাছাড়া ওরা ঘরের মাঠে খেলবে। তবে একজন ভারতীয় হিসেবে আমি ভারতের হয়েই গলা ফাটাব।’