দুবাই: এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে গতকাল হেরে গিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছেন বাবর আজমরা (Babar Azam)। তবে এখনই ভারতীয় সমর্থকদের হতাশ হওয়ার কোনও কারণ নেই। গতকাল হারলেও এখনও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারে টিম ইন্ডিয়া। শুধু তাইই নয়। ভারত-পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে ১১ সেপ্টেম্বর ফের মুখোমুখি হতে পারে।
কীভাবে ভারত ফাইনালে পৌঁছতে পারে?
ভারতের পরের দুটো ম্যাচ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে। আগামীকাল লঙ্কা বাহিনীর বিরুদ্ধে ম্যাচ রয়েছে রোহিতদের। এই দুটো ম্যাচই ভারতকে অবশ্য়ই জিততে হবে। যদি ভারত দুটো ম্যাচই জেতে তবে আফগানিস্তান ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা হেরে বসে আছে।
নেট রান রেটের অঙ্ক
এই মুহূর্তে ভারতকে ২টো ম্যাচ হারাতেই হবে প্রতিপক্ষকে। অন্য়দিকে পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায় তবে দ্বীপরাষ্ট্রও ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। কিন্তু যদিও শ্রীলঙ্কা তাদের শেষ ২টো ম্যাচ জিতে যায়। তবে এখানে নেট রান রেটের অঙ্ক চলে আসবে। সেক্ষেত্রে ভারতকে তাঁদের আগামী ২টো ম্যাচ বিশাল মার্জিনে জিততে হবে। তবেই তারা ফাইনালে পৌঁছতে পারবে। ভারতের রান রেট এই মুহূর্তে -০.১২৬। অন্যদিকে পাকিস্তানের রান রেট +০.১২৬, শ্রীলঙ্কার রান রেট +০.৫৮৯
উল্লেখ্য, এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেয়েছিল ভারত। এবার সুপার ফোরে পাল্টা পাকিস্তানও ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল। বিরাট কোহলির ৪৪ বলে ৬০ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে বোর্ডে সাত উইকেটের বিনিময়ে ১৮১ রান তুলে নেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে বাবর আজমের উইকেট দ্রুত হারালেও রিজওয়ান (৭১) ও নাওয়াজের (৪২) ব্যাটে ভর করে মূলত জয় নিশ্চিত করে ফেলে পাকিস্তান। আগামীকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।
উল্লেখ্য, এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেয়েছিল ভারত। এবার সুপার ফোরে পাল্টা পাকিস্তানও ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল। বিরাট কোহলির ৪৪ বলে ৬০ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে বোর্ডে সাত উইকেটের বিনিময়ে ১৮১ রান তুলে নেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে বাবর আজমের উইকেট দ্রুত হারালেও রিজওয়ান (৭১) ও নাওয়াজের (৪২) ব্যাটে ভর করে মূলত জয় নিশ্চিত করে ফেলে পাকিস্তান। আগামীকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।
অর্শদীপের সমর্থনে কী বললেন বিরাট?
ভারত ম্যাচ হারতে সোশাল মিডিয়ায় ক্রমেই অর্শদীপকে আক্রমণ করা হয়। তাঁকে নিয়ে নানারকম কুরুচিপূর্ণ মিমও বানানো হয়। যা কখনওই কাম্য নয়। খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এসে এবার তরুণ অর্শদীপের পাশেই দাঁড়ালেন বিরাট কোহলি। তিনি বলেন, ''এমন চাপের মুহূর্তে যে কেউ ভুল করতে পারে। এটা একটা বড় ম্যাচ। আর পরিস্থিতি ভীষণ কঠিন ছিল। সিনিয়র প্লেয়াররা তোমার কাছে আসবে, তোমার পাশে থাকবে, তোমাকে তাঁদের থেকে শিখতে হবে। পরবর্তীতে যখন ফের সুযোগ আসবে, তখন যাতে এই গুরুত্বপূর্ণ ক্যাচগুলো তুমি ধরতে পার।'