চেন্নাই: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করতে হলে অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনের সিম ও স্যুইং ভালভাবে সামাল দিতে হবে বিরাট কোহলিদের। এমনই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা পেসার গ্লেন ম্যাকগ্রা। তিনি ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘অ্যান্ডারসন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে। ইংল্যান্ডের পরিবেশে ভারতীয় ব্যাটসম্যানরা কীভাবে ওর স্যুইং ও বোলিং সামাল দেয় সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। ওরা যদি অ্যান্ডারসনের বিরুদ্ধে দাপট দেখাতে পারে, তাহলে বড় পার্থক্য হয়ে যাবে। আমার মনে হয় সেটাই আসল।’
এমআরএফ পেস ফাউন্ডেশনের ডিরেক্টর ম্যাকগ্রা সাম্প্রতিক সময়ে ভারতের বোলারদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তবে তাঁর মতে, ব্যাটিংই এখনও ভারতের শক্তি। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয় এই সিরিজ আকর্ষণীয় হতে চলেছে। ইংল্যান্ড সফরের শুরুটা ভারত ভাল করেছে। একদিনের ও টি-২০ সিরিজে ভারতীয় দল ভাল পারফরম্যান্স দেখিয়েছে। ব্যাটিং লাইনআপ বরাবরই ভারতের শক্তি। (জসপ্রীত) বুমরাহ ও ভুবির (ভুবনেশ্বর কুমার) চোটের কথা শুনেছি। কারা ওদের জায়গা নেবে সেটা দেখতে হবে। সম্প্রতি ভারতের বোলাররা ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। চোট-আঘাত আসতেই পারে। তাতে কাজটা কিছুটা কঠিন হয়ে যায়।’
ভারতীয় স্পিনারদের বিষয়ে ম্যাকগ্রা বলেছেন, ‘ভারতের স্পিনাররা ভাল পারফরম্যান্স দেখিয়েছে। শেন ওয়ার্ন ইংল্যান্ডে বল করতে ভালবাসতেন। তিনি সবসময় বলতেন, যে উইকেটে বল সিম করে, সেখানে ঘুরবেও। ইংল্যান্ডের পরিবেশে বল সিম করে। সেখানে ওয়ার্ন সফল ছিলেন। ভারতকে সিরিজ জিততে হলে স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে।’
ভারতের ব্যাটসম্যানরা কীভাবে অ্যান্ডারসনকে সামাল দেবে সেটাই আসল, বলছেন ম্যাকগ্রা
Web Desk, ABP Ananda
Updated at:
27 Jul 2018 04:52 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -