নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের সমর্থকদের মধ্যে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির জনপ্রিয়তা প্রশ্নাতীত। এবার ভারতে সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে সবার ওপরে উঠে এলেন ধোনি। এক্ষেত্রে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও কিংবদন্তী ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরকেও পিছনে ফেললেন মাহি। একটি সমীক্ষায় এই দাবি করা হয়েছে।
ইউগভ ডট ইউকে পরিচালিত এই সমীক্ষা অনুযায়ী, তালিকায় তাঁর স্কোর ৭.৭ স্কোর আর সামগ্রিকভাবে এই তালিকায় সবার ওপরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পরেই রয়েছেন ধোনি।
ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে ধোনির পর রয়েছেন সচিন। তাঁর স্কোর ৬.৮।সামগ্রিকভাবে তাঁর স্থান ষষ্ঠ। সমীক্ষা অনুযায়ী বিরাট কোহলির স্কোর ৪.৮।
ভারতীয় দলের অন্যতম সেরা টেস্ট অধিনায়ক ধোনি। ২৭ টি ম্যাচ ভারত জিতেছে তাঁর নেতৃত্ব। ধোনির অধিনায়কত্বেই ২০০৯-এ ভারত আইসিসি-র টেস্ট দলের ক্রম তালিকায় এক নম্বরে উঠে এসেছিল। ২০০৭-র টি ২০ বিশ্বকাপ ও ২০১১-তে একদিনের ক্রিকেটের বিশ্বকাপে ধোনির নেতত্বেই ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৩-তে চ্যাম্পিয়ন্স ট্রফিও ভারত জেতে ধোনির অধিনায়কত্বেই।
২০১৪-তে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। এখন সীমিত ওভারের ক্রিকেটে উইকেটটরক্ষক হিসেবে খেলেন ধোনি।
ক্রিকেটাররা ছাড়াও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির পর আন্তর্জাতিক ফুটবলাররাও ভারতে জনপ্রিয়। সমীক্ষা অনুসারে রোনাল্ডো ২.৬০ শতাংশ ভোট পেয়েছেন। মেসি পেয়েছেন ২.০০ শতাংশ ভোট। ইংল্যান্ড ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যামও তালিকায় রয়েছেন।