রাঁচি: গাড়ির প্রতি মহেন্দ্র সিং ধোনির প্রেম কাহিনী নতুন কিছু নয়। নিজের গ্যারাজে সাধের একাধিক দু’চাকা, চার চাকা রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন এই মুহূর্তে। কিন্তু এরমধ্যেও গাড়ি প্রীতি ভোলেননি। বিবাহবার্ষিকীতে সদ্য স্ত্রী সাক্ষীকে পুরোনো মডেলের একটি গাড়ি উপহারও দিয়েছেন। নিজের গাড়ি রক্ষণাবেক্ষণে অনেকটাই সময় কাটান ধোনি। নিজের গ্যারাজে  দেশ বিদেশের একাধিক গাড়ি সংরক্ষণ করেছেন তিনি। ধোনির গ্যারেজে যেই যেই গাড়িগুলো শোভা পাচ্ছে, তা হল পোর্শে ৯১১, জিপ গ্র্যান্ড চেরোকি ট্র্যাকহক, ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার, অডি কিউ ৭, ফেরারি ৫৯৯।


ধোনির প্রথম বাইকটি ছিল ইয়াহামা আর এক্স ১৩৫। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ২০০৪ সালে দেশের জার্সিতে অভিষেক হয়েছিল ধোনির। কিন্তু তার আগে রেলের টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন তিনি। খড়গপুরে যখন রেলে কাজ করতেন ধোনি, তখন এই বাইকেই বন্ধুদের নিয়ে বিভিন্ন সময় ঘুরতে বেরিয়ে পড়তেন মাহি। তবে ২০০৩ সালে সেই বাইকটি বিক্রি করে দেন ধোনি। সূত্রের খবর, পান্না নামের একজন ব্যক্তি ১৫ হাজার টাকা খরচ করে ধোনির বাইকটি কিনেছিলেন।


নিজের ক্রিকেট কেরিয়ারে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালে অধিনায়ক নির্বাচিত হওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। টেস্ট কেরিয়ারে ৯০ ম্যাচে খেলেছেন ধোনি। ঝুলিতে রয়েছে ৪,৮৭৬ রান। তবে ওয়ান ডে ফর্ম্যাটে বেশি সফল ব্যাটসম্যান ধোনি। ৩৫০ ম্যাচে ১০,৭৭৩ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৯৮ ম্যাচে ১৬১৭ রান করেছেন। বিশ্বের অন্যতম সেরা ফিনিশার হিসেবেও মানা হয়ে থাকে ধোনিকে। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে খেলার সময় আচমকাই টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছিলেন ধোনি।


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর শুধুমাত্র আইপিএল খেলাই চালিয়ে যাচ্ছেন ধোনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ৩ বার দলকে চ্যাম্পিয়ন করেছেন। সেপ্টেম্বরে আমিরশাহিতে ফের একবার চেন্নাইয়ের জার্সিতে আইপিএল খেলতে দেখা যাবে এমএসডিকে।