নয়াদিল্লি: নয়া বিসিসিআই সভাপতি তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ই বীরেন্দ্র সহবাগকে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে তুলে এনেছিলেন। সহবাগ শুরুতে ওপেন করতে রাজি ছিলেন না। কিন্তু সৌরভ তাঁকে বুঝিয়ে রাজি করান। একটি সংবাদমাধ্যমে নিজের কলামে সহবাগ সেই ঘটনার স্মৃতিচারণ করেছেন। তিনি জানিয়েছেন, তাঁকে ক্রিকেটার হিসেবে বদলে দিয়েছিলেন সৌরভই।
সহবাগ লিখেছেন, ‘আমাকে টপ অর্ডারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দাদার বড় ভূমিকা ছিল। ও একদিন আমাকে হঠাৎ ওপেন করতে বলে। আমি সে কথা শুনে বলি, ‘তুমি ওপেন করছো না কেন?’ তুমি ওপেন করো, সচিন তেন্ডুলকরও ওপেন করে। দাদা আমাকে বোঝায়, ওপেনারের জায়গা ফাঁকা আছে। তাই আমি ওপেন করলে দলে জায়গা পাকা। কিন্তু আমি তারপরেও মিডল অর্ডারেই ব্যাটিং করার সিদ্ধান্তে অটল থাকি। তখন দাদা আমাকে বলে, মিডল অর্ডারে সুযোগ পেতে গেলে কারও চোট পাওয়ার অপেক্ষায় থাকতে হবে। কিন্তু ওপেন করলে আমি তোমাকে সফল হওয়ার জন্য তিন-চারটি ইনিংস দেব। তারপরেও যদি তুমি ব্যর্থ হও, তাহলেও খেলার সুযোগ পাবে। বাদ দেওয়ার আগে তোমাকে মিডল অর্ডারে একবার সুযোগ দেব। সে কথা শুনে আমি ওপেন করতে রাজি হই।’
সহবাগ আরও লিখেছেন, ‘আমার প্রতি ন্যায়বিচার করেছিল দাদা। এরকম স্বচ্ছতা থাকলে একজন খেলোয়াড় তাঁর অধিনায়কের প্রতি আস্থা রাখতে পারে। দাদার কথা শুনে আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল, দাদা যখন আমার পাশে আছে, তখন ওপেন করেই দেখা যাক। আমি আজ যে জায়গায় পৌঁছেছি, সেটা দাদার জন্যই সম্ভব হয়েছে। দাদাই আমাকে বদলে দিয়েছিল।’
ওপেনার হিসেবে ব্যর্থ হলে বাদ দেওয়ার আগে মিডল অর্ডারে সুযোগের প্রতিশ্রুতি দেন সৌরভ, স্মৃতিচারণায় সহবাগ
Web Desk, ABP Ananda
Updated at:
28 Oct 2019 03:06 PM (IST)
সহবাগ আরও লিখেছেন, আমার প্রতি ন্যায়বিচার করেছিল দাদা। এরকম স্বচ্ছতা থাকলে একজন খেলোয়াড় তাঁর অধিনায়কের প্রতি আস্থা রাখতে পারে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -