নয়াদিল্লি: ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, ওপেনার রোহিত শর্মা, টেস্টে তিন নম্বরে নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা কীভাবে টেকনিকে বদল এনেছেন, সেটা জানালেন প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তিনি আরও জানিয়েছেন, ক্রিকেটারদের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভাল ছিল। ভারতীয় দলে এতজন তারকা থাকলেও, কখনও কোনও সমস্যা হয়নি।
একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বাঙ্গার বলেছেন, ‘বিরাট সবসময় ব্যাটিংয়ের দুর্বলতা দূর করতে চায়। আমরা ওর শারীরিক অবস্থান, ক্রিজে অবস্থান, সিমিং পরিবেশে ব্যাটিংয়ের কৌশল নিয়ে কাজ করেছি। শিখরকে (ধবন) শুরুতে অফ-সাইডের খেলোয়াড় মনে করা হত। ও বলের লাইনের পাশে থাকত। ও কীভাবে বলের লাইনের পিছনে থাকতে পারে, রান করার জায়গা বাড়াতে পারে এবং শর্ট বলে আউট হওয়া ঠেকাতে পারে, সে বিষয়েও কাজ করেছি আমরা।’
বাঙ্গার আরও বলেছেন, ‘বাঁ হাতি বোলারদের যে বলগুলি ভিতরের দিকে আসে, সেগুলি সামলানোর ক্ষেত্রে রোহিতের দুর্বলতা ছিল। আমরা এই সমস্যা মোকাবিলায় কাজ করেছি। চেতেশ্বর আরও নিখুঁত ব্যাটিং করার জন্য স্টান্সে বদল এনেছে। ভারতের যে ব্যাটসম্যান লম্বা নন, তাঁদের ক্ষেত্রে যে উইকেটে বাউন্স ও বল ঘোরা অসমান, সেখানে ফুটওয়ার্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সেদিকে নজর দিয়েছি। ক্রিকেটারদের সামলানোর ক্ষেত্রে আমার কোনও সমস্যা হয়নি। একবার যদি ওরা কাউকে বিশ্বাস করে, তাহলে কোচের অতীত জীবনের তুলনায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবে।’
বিরাট, রোহিত, পূজারা কীভাবে টেকনিকে বদল এনেছেন, জানালেন বাঙ্গার
Web Desk, ABP Ananda
Updated at:
11 Sep 2019 06:52 PM (IST)
তিনি আরও জানিয়েছেন, ক্রিকেটারদের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভাল ছিল। ভারতীয় দলে এতজন তারকা থাকলেও, কখনও কোনও সমস্যা হয়নি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -