অ্যান্টিগা: অ্যান্টিগা টেস্টে ভারত অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসী নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপ। তাঁর মতে, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারের উচিত কোহলির মতো আগ্রাসী হওয়া। ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স করার জন্য রবিচন্দ্রন অশ্বিনেরও প্রশংসা করেছেন বিশপ।


চার টেস্টের সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ইনিংস ও ৯২ রানে হারিয়ে দিয়েছে ভারত। সব বিভাগেই প্রতিপক্ষকে টেক্কা দিয়েছেন কোহলিরা। ভারত অধিনায়কের আক্রমণাত্মক মানসিকতার প্রশংসা করে বিশপ বলেছেন, কোহলি ধীরে ধীরে অধিনায়ক হিসেবে পরিণত হচ্ছেন। তিনি বোলারদের ব্যবহার করার ক্ষেত্রেও আরও কৌশলী হয়ে উঠবেন।

টেস্ট ক্রমতালিকার দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় দলের সঙ্গে অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের পার্থক্যের কথা বলতে গিয়ে বিশপ বলেছেন, ভারতের বোলিং আক্রমণ সব দিক থেকেই ভাল। পেসার ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মহম্মদ শামি ভাল বোলার। অফ স্পিনার অশ্বিন গত দু বছর ধরেই ভাল পারফরম্যান্স করে যাচ্ছেন। অমিত মিশ্র ও রবীন্দ্র জাদেজা তাঁকে সাহায্য করছেন। সেখানে ক্যারিবিয়ান টেস্ট দলে অভিজ্ঞতার অভাব। দক্ষতার দিক থেকেও অনেক এগিয়ে ভারতীয় দল।

অ্যান্টিগা টেস্টে দ্বিশতরান করেছেন কোহলি। ম্যান অফ দ্য ম্যাচ অশ্বিন সেঞ্চুরি করার পর বল হাতে দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিয়েছেন। এই দুই ক্রিকেটারেরই প্রশংসায় পঞ্চমুখ বিশপ। তাঁর মতে, সিরিজের বাকি তিনটি টেস্টেও অশ্বিনকে ৬ নম্বরেই ব্যাট করতে পাঠানো হতে পারে। সব দলই এমন একজনকে চায়, যিনি বল করতে পারেন এবং ব্যাটের হাতও ভাল। ইংল্যান্ডে বেন স্টোকস আছেন, অস্ট্রেলিয়ার হয়ে কয়েক বছর ধরেই অন্তত দু জন এই ভূমিকা পালন করে আসছেন। বর্তমান দলেও মিচেল মার্শ আছেন। ওয়েস্ট ইন্ডিজ এমনই একজনকে চাইছে যিনি ৬ নম্বরে ব্যাট করতে পারেন এবং বলও করতে পারেন।

টেস্ট কেরিয়ারে অশ্বিন এখনও পর্যন্ত তিনটি শতরান করেছেন। তিনটিই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অন্য দলগুলির বিরুদ্ধে অশ্বিন ব্যাট হাতে কতটা সাফল্য পান, সেটা দেখার অপেক্ষায় আছেন বিশপ। তবে তিনি চাইছেন, ৬ নম্বরেই ব্যাট করুন অশ্বিন।