মুম্বই: আগামী ৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। রােহিত শর্মার নেতৃত্বে আমদাবাদে এই ম্যাচ খেলবে টিম ইন্ডি য়া। আর এই ম্যাচই হতে চলেছে ভারতের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ১০০০ তম ম্যাচ। এই বিশেষ ম্যাচে নামার আগে রোহিত, বিরাটদের শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর। তিনি বলছেন, ভারতীয় ক্রিকেটের জন্য এটা একটা বিশাল মাইলস্টোন।


সচিন জানিয়েছেন, "আগামী ৬ তারিখ ভারতীয় দল নিজেদের ১০০০ তম ওয়ান ডে ম্যাচ খেলতে নামছে। বিশাল মাইলস্টোন এটা দলের জন্য। ১৯৭৪ সালে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলেছিল ভারত। এটা একমাত্র সম্ভব হয়েছে বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট প্রশাসকদের জন্যই।'' তিনি আরও বলেন, ''সবচেয়ে গুরুত্বপূর্ণ যা বলতেই হবে আমাদের ক্রিকেট, আমাদের দলের জন্য যাঁরা আগে, অতীতে গলা ফাটিয়েছেন, যাঁরা বর্তমানেও গলা ফাটাচ্ছেন প্রত্যেকের জন্য়ই আজ আমরা এই জায়গায় পৌঁছোতে পেরেছি।''


আসন্ন সিরিজের জন্য় ভারতীয় দলকেও শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। তিনি বলেন, ''গােটা দেশের এই মুহূর্তটা উপভোগ করা উচিত। আমাদের দলের জন্যও খুব গর্বের মুহূর্ত। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসন্ন সিরিজে আমি নিশ্চিত দল দুর্দান্ত পারফর্ম করবে। বিশেষ করে ১০০০ তম ওয়ান ডের জন্য়ও শুভেচ্ছা।''


১৯৭৪ সালে অজিত ওয়াদেকরের নেতৃত্বে প্রথমবার ওয়ান ডে ম্যাচে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। ৫০০ তম ওয়ান ডে ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর ৭০০, ৮০০ ও ৯০০ তম ওয়ান ডে ম্যাচে দেশের নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এবার ১০০০ তম ম্যাচে দেশকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। 


ওয়ান ডে ফর্ম্যাটে দ্বিতীয় সর্বাধিক ম্য়াচ খেলেছে অস্ট্রেলিয়া। তাদের ঝুলিতে রয়েছে ৯৫৮ ওয়ান ডে ম্যাচ। পাকিস্তানের ঝুলিতে রয়েছে ৯৩৬ ম্যাচ। তবে জয়ের নিরিখে সবেচেয়ে বেশি ৫৮১ ম্য়াচ জিতেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা ভারত ৫১৮ ম্যাচে জয় পেয়েছে।