মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হল। দলে নতুন মুখ অলরাউন্ডার হার্দিক পান্ড্য। প্রত্যাশামতোই চিকুনগুনিয়া সারিয়ে দলে ফিরেছেন পেসার ইশান্ত শর্মা। দু বছর বাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কামব্যাক হয়েছিল গৌতম গম্ভীরের। সিরিজের শেষ টেস্টে অর্ধশতরানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি। এরপর রঞ্জিতেও শতরানের ইনিংস খেলেন গম্ভীর। সেইমতো পারফরম্যান্সের সুবাদে দলে রয়ে গেলেন গম্ভীর। ফিটনেস সংক্রান্ত কারণে দলে জায়গা পেলেন না লোকেশ রাহুল, শিখর ধবন ও ভূবনেশ্বর কুমার। থাইয়ে চোট রোহিত শর্মার। দরকার হতে পারে অস্ত্রোপচার। এজন্য তাঁকেও দলের রাইরে রাখা হয়েছে।
করুণ নায়ারকে রিজার্ভ ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে। দলে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অমিত মিশ্রর পর চতুর্থ স্পিনার হিসেবে নেওয়া হয়েছে জয়ন্ত যাদবকে।
৯ নভেম্বর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। তার আগে বিসিসিআই যে দল এদিন ঘোষণা করেছে তাতে রয়েছেন পেসার মহম্মদ সামি, উমেশ যাদবের পাশাপাশি আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, মুরলী বিজয় সহ নিয়মিত খেলোয়াড়েরা।
দলে নতুন মুখ বলতে হার্দিক । নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে হার্দিকের পারফরমেন্স দেখেই তাঁকে টেস্ট দলে ডেকে নেওয়া হয়েছে। নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ জানিয়েছেন, অলরাউন্ড দক্ষতার জন্য দলে নেওয়া হয়েছে হার্দিককে। এছাড়া ভারতীয় এ দলে কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে হার্দিকের চালচলন, মনোভাব আমূল বদলে গিয়েছে। এটা হার্দিকের পক্ষে গিয়েছে।
প্রসাদ আরও বলেছেন, দেশে এই মুহূর্তে হাতেগোনা কয়েকজন সিমার-অলরাউন্ডারদের মধ্যে একজন হার্দিক। তিনি বলেছেন, কপিল দেবের পর একজন অলরাউন্ডারের খোঁজ করছে ভারত। ও দলের দ্বিতীয় সিমার হতে পারে, যে ব্যাটটাও করতে পারে।
করুণ নায়ার প্রসঙ্গে প্রসাদ জানিয়েছেন, ওকে গত এক-দুবছর ধরে গ্রুম করা হচ্ছে।
নির্বাচক কমিটি চাইছে, দলে ফেরানোর আগে লোকেশ, ধবন ও ভুবিরা রঞ্জি ম্যাচ খেলে তাঁদের ফিটনেসের পরীক্ষা দিন।
ভারতীয় দল: বিরাট কোহালি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা, গৌতম গম্ভীর, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, করুণ নায়ার, মুরলী বিজয়, মহম্মদ সামি, উমেশ যাদব ও হার্দিক পান্ড্য।
নতুন মুখ হার্দিক, দলে ইশান্ত-গম্ভীর, চোটের জন্য নেই রোহিত
ABP Ananda, web desk
Updated at:
02 Nov 2016 03:07 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -