লন্ডন: এই মুহূর্তে বিশ্ব টেনিসে পুরুষদের মধ্যে সর্বাধিক গ্র্যান্ডস্লামের (Grand Slam) মালিক তিনি। কিছুদিন আগেই ফরাসি ওপেন জিতে টপকে গিয়েছেন রাফায়েল নাদালকে (Rafael Nadal)। এই মুহূর্তে ঝুলিতে ২৩টি গ্র্যান্ডস্লাম। কিন্তু এখানেই থামতে রাজি নন নোভাক জকোভিচ (Novak Djokovic)। সামনেই উইম্বলডন (Wimbledon 2023)। আর এখানে ফের একবার ট্রফি জিততে মরিয়া সার্বিয়ান টেনিস তারকা। ঘাসের কোর্টে সাতটি গ্র্যান্ডস্লাম রয়েছে তাঁর ঝুলিতে। সংখ্যাটা আরো বাড়িয়ে নিতে মরিয়া জোকার।


আগামীকাল থেকে শুরু উইম্বলডন। তার আগে জোকার বলছেন, ''আমি এখনও একইরকম ক্ষুধার্ত। এখনও আরও অনেক গ্র্যান্ডস্লাম জিততে চাই। এখনও আরও অনেক সাফল্য পেতে চাই টেনিস। আমার শরীর ও মন এখনও চাঙ্গা। সর্বােচ্চ পর্যায়ে পারফরম্য়ান্সের জন্য় নিজেকে এখনও তৈরি রেখেছি।'' ২৩ গ্র্যান্ডস্লামের মালিক আরও বলেন, ''ফরাসি ওপেন জয়ের পর অনেকেই আমার কাছে এসে আমাকে শুভেচ্ছা জানিয়েছিল। কত বড় অ্যাচিভমেন্ট, তা বুঝতে পারছিলাম গ্র্যান্ডস্লাম জয়ের নিরিখে। কিন্তু একই সঙ্গে আমার মন ঠিক তখন থেকেই উইম্বলডনের জন্য় ভাবা শুরু করে দিয়েছিল। এটাই একজন পেশাদার টেনিস প্লেয়ারের সঙ্গে হয়ে থাকে। পরের টুর্নামেন্ট, পরের লক্ষ্য নিয়ে ভাবা ও প্রস্তুতি শুরু করে দিতে হয়।''


বিশ্বের ১ নম্বর টেনিস তারকা স্পেনের ২০ বছরের তরুণ কার্লোস আলকারাজের বিরুদ্ধে খেলতে হতে পারে জোকারকে উইম্বলডনের শুরুতেই। প্যারিসে সেমিতে আলকারাজের বিরুদ্ধে জয় পেয়েছিলেন। কিন্তু বেশ কঠিন লড়াই হয়েছিল। তবে এইসব নিয়ে ভাবতে নারাজ জোকার। তিনি বলছেন, ''আমি যখন গ্র্যান্ডস্লাম খেলতে নামি, তখন উল্টোদিকে কে থাকল, না থাকল তা নিয়ে আমি ভাবি না। আমার একটাই লক্ষ্য থাকে যে আমাকে সাতটি ম্যাচ জিততে হবে ও গ্র্যান্ডস্লাম জিততে হবে। কার্লোস বা যে কেউ থাকুক না কেন, আমার যেভাবে খেলার সেভাবেই খেলব। বেশিরভাগ ক্ষেত্রে আমার নিজের গেমপ্ল্যান, শরীর ও মাইন্ডের দিকে খেয়াল থাকে।''


ডাবলস খেতাব জিতলেন য়ুকি ভামব্রি 


স্পেনে মায়োকা চ্যাম্পিয়নশিপের (Mallorca Championships) ডাবলস খেতাব জিতলেন য়ুকি ভামব্রি (Yuki Bhambri)। এটিই ভারতীয় টেনিস তারকার প্রথম ডাবলস খেতাব। দক্ষিণ আফ্রিকার লয়েড হ্যারিসকে (Lloyd Harris) সঙ্গে নিয়ে স্ট্রেট সেটে খেতাব জিতলন য়ুকিরা। ফাইনালে ডাচ-অস্ট্রিয়ান জুটি রবিন হাসে এবং ফিলিপ ওসওয়াল্ডকে ৬-৩, ৬-৪ স্কোরলাইনে খেতাব জিতলেন য়ুকিরা। শুধু য়ুকি নয়, এটা হ্যারিসেরও প্রথম এটিপি খেতাব। দুইজনের কেউই এর আগে এটিপির সিঙ্গেলস বা ডাবলস খেতাব জেতেননি।