নয়াদিল্লি: হায়দরাবাদেই আগামী মাসে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ হতে চলেছে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব কে জন মনোজ এই ম্যাচ আয়োজন না করার গুজব উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘আমরা কোনওদিনই টেস্ট ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আপত্তি জানাইনি। আমরা ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। তা সত্ত্বেও কেন এই গুজব রটে গেল সেটা বুঝতে পারছি না। বিসিসিআই-এর অপসারিত পদাধিকারীরাই এই গুজব রটাচ্ছেন।’
এই প্রথম ভারতের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে আসছে বাংলাদেশ। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই ম্যাচ। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে লোঢা কমিটির সুপারিশ কার্যকর হওয়া এবং বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে অপসারিত হওয়ায় রাজ্য সংস্থাগুলিও সমস্যায় পড়েছে। তবে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সচিবের দাবি, তাঁদের হাতে টেস্ট আয়োজনের জন্য পর্যাপ্ত অর্থ আছে। ফলে কোনও সমস্যা হবে না।
মনোজ আরও বলেছেন, বাংলাদেশ দল টেস্ট ম্যাচের এক সপ্তাহ আগেই হায়দরাবাদে চলে আসতে চাইছে। তারা একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচও খেলতে চায়। সেটার জন্যও পর্যাপ্ত অর্থ আছে তাঁদের হাতে। ফলে কোনও সমস্যা নেই।
হায়দরাবাদেই ভারত-বাংলাদেশ টেস্ট
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jan 2017 12:32 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -