এই প্রথম ভারতের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে আসছে বাংলাদেশ। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই ম্যাচ। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে লোঢা কমিটির সুপারিশ কার্যকর হওয়া এবং বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে অপসারিত হওয়ায় রাজ্য সংস্থাগুলিও সমস্যায় পড়েছে। তবে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সচিবের দাবি, তাঁদের হাতে টেস্ট আয়োজনের জন্য পর্যাপ্ত অর্থ আছে। ফলে কোনও সমস্যা হবে না।
মনোজ আরও বলেছেন, বাংলাদেশ দল টেস্ট ম্যাচের এক সপ্তাহ আগেই হায়দরাবাদে চলে আসতে চাইছে। তারা একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচও খেলতে চায়। সেটার জন্যও পর্যাপ্ত অর্থ আছে তাঁদের হাতে। ফলে কোনও সমস্যা নেই।