ধোনি ভারতের সীমিত ওভারের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করার পর সেই খবরে সুশান্তর ছবি দেয় সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। এরপর সহবাগ তাঁর মতো দেখতে এক ব্যক্তির ছবি দিয়ে আমিরশাহীর বিমান সংস্থাকে উদ্দেশ্য করে ট্যুইটে লেখেন, ‘বেশ কয়েকবার আপনাদের বিমানে চড়েছি। আশা করি আমার বদলে এই ব্যক্তিকে আপনারা বিমান চড়তে দেবেন না।’
সহবাগের এই ট্যুইটের পর বিমান সংস্থাটি পাল্টা ট্যুইট করে ভারতের এই প্রাক্তন ক্রিকেটারকে আশ্বস্ত করে বলে, তাঁদের আশা, ভবিষ্যতেও তাঁদের বিমানে যাবেন সহবাগ।