মুম্বই: ভাল আছেন ব্রায়ান লারা। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ট্যুইটারে লারার এক অডিও বার্তা পোস্ট করা হয়েছে। সেই বার্তায় প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যান বলেছেন, ‘আমি ভাল আছি। আগামীকাল হোটেলে ফিরে যাব। আমি জানি, সবাই আমার জন্য উদ্বিগ্ন। আজ সকালে জিমে একটু বেশিই পরিশ্রম করে ফেলি। বুকে ব্যথা শুরু হওয়ায় চিকিৎসকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যথা না কমায় নানা পরীক্ষা করা হয়। হাসপাতালের বিছানায় শুয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দেখছি। চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কিছু নেই। সবাইকে ধন্যবাদ।’



চলতি বিশ্বকাপ ক্রিকেটের সরকারি সম্প্রচারকারী সংস্থাগুলির তরফে ম্যাচ বিশ্লেষণকারী হিসাবে ভারত সফরে এসেছেন লারা। আজ আচমকা অসুস্থ বোধ করায় মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ শরীর খারাপ হয়ে পড়ে তাঁর। তাঁকে পারেলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়। ৫০ বছর বয়সি লারার নাকি আকস্মিক বুকে ব্যথা শুরু হয়। তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের দাবি। তিনি গত কয়েকদিন শ্যুটিং করেননি বলেও জানাচ্ছে তারা। যদিও আরেকটি সূত্রে বলা হয়েছে, দু’বছর আগে তাঁর অ্যাঞ্জিওপ্ল্যাস্টি হয়েছে। সবসময়ই বুকে ব্যথা হওয়ার আশঙ্কা থাকায় নিয়মিত চেক আপ করাতেই হাসপাতালে আসেন আজ। তিনি ভাল আছেন। শীঘ্রই ছেড়ে দেওয়া হবে তাঁকে।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী লাার ক্রিকেটের সর্বকালের সেরাদের তালিকায় ঠাঁই পেয়েছেন। একটি যুগের প্রতিনিধি লারা ১৩১টি টেস্ট ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। ১১ হাজার ৯৫৩ রান করেছেন ৫২.৮৯ গড় বজায় রেখে। ২৯৯টি একদিনের ক্রিকেট ম্যাচ খেলে ৪০.১৭ গড়ে ১০৪০৫ রান করেছেন। তিনিই ক্রিকেটের ইতিহাসে একটি টেস্ট ইনিংসে ৪০০ রান করা প্রথম ও একমাত্র ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহকারীর রেকর্ডও তাঁর। ১৯৯৪ এ এজবাস্টনে ওয়ারউইকশায়ারের হয়ে ৫০১ রান করে নট আউট ছিলেন তিনি।