লন্ডন: চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের পর তিনি এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছিলেন যে, একবার ভেবেছিলেন ‘আত্মহত্যার’ পথ বেছে নেবেন। এমনটাই দাবি করলেন পাকিস্তানের কোচ মিকি আর্থার।
গত ১৬ তারিখ ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের কাছে ৮৯ রানে বিধ্বস্ত হওয়ার পর সংবাদমাধ্যম থেকে শুরু করে সমর্থক ও প্রাক্তন ক্রিকেটাররা -- সকলে মিলে একযোগে পাক দলের তীব্র সমালোচনা শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয় ক্রিকেটারদের।
আর্থার বলেন, গত রবিবার, আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম। ওই একটা ম্যাচ খারাপ হওয়ার প্রভাব পড়ে পরের খেলাতেও। একটা হারের ধাক্কা সামলে ওঠার আগে আরেকটি হারের ধাক্কা। তার ওপর বিশ্বকাপের মতো বড় মঞ্চ। এত মিডিয়ার কাটাছেঁড়া, জনগণের কাছে জবাবদিহি। তার ওপর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়া। আমাদের ওপর দিয়ে সব ঝড় বয়ে গিয়েছে।
তবে, সেই হারের ধারা থেকে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জিতেছে সরফরাজ আহমেদের দল। ফলত, এখন পাকিস্তান যদি তাদের বাকি ম্যাচগুলি জেতে এবং অন্য দলগুলির ম্যাচের ফলাফল যদি তাদের অনুকূলে যায়, তাহলে শেষ চারে ওঠার সম্ভাবনা রয়েছে ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের।
প্রসঙ্গত, এখন পাকিস্তানের বাকি ম্যাচগুলির প্রতিদ্বন্দ্বীরা হল নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ। আর্থার জানান, তিনি দলের ক্রিকেটারদের জানিয়েছেন, নিজেদের সেরাটা নিংড়ে দিতে হবে মাঠে।
ভারতের কাছে হারের পর ‘আত্মহত্যা’ করতে চেয়েছিলেন পাক কোচ মিকি আর্থার!
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jun 2019 02:38 PM (IST)
গত ১৬ তারিখ ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের কাছে ৮৯ রানে বিধ্বস্ত হওয়ার পর সংবাদমাধ্যম থেকে শুরু করে সমর্থক ও প্রাক্তন ক্রিকেটাররা -- সকলে মিলে একযোগে পাক দলের তীব্র সমালোচনা শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয় ক্রিকেটারদের।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -