মুম্বই: ‘দল যেখানে চাইবে আমি খুশি মনে সেখানেই ব্যাট করব।’ এমনই বলছেন গতকাল আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জয়ের নায়ক ঋষভ পন্থ। এই তরুণ বাঁ হাতি ব্যাটসম্যানের ২৭ বলে ৭৮ রানের বিস্ফোরক ইনিংস দিল্লিকে জিততে সাহায্য করে। ম্যাচ শেষ হওয়ার পর দলের জয়ে অবদান রাখার কথাই বলছেন পন্থ।

বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়ার দৌড়ে আছেন পন্থ। আইপিএল-এ ভাল পারফরম্যান্স দেখাতে পারলে তাঁর বিশ্বকাপের দলে থাকার সম্ভাবনা উজ্জ্বল। এ বিষয়ে এই তরুণ বলেছেন, ‘ক্রিকেট কেরিয়ারে আমি প্রতিদিন শেখার চেষ্টা করি। দল জিতলে ভাল লাগে। আমি সবসময় পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি। এই ম্যাচে যখন ব্যাট করতে নামি তখন দলের জন্য রান রেট বাড়ানো প্রয়োজন ছিল।’



পন্থের গতকালের ইনিংসের প্রশংসা করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৫৩ রান করা যুবরাজ সিংহ। তিনি বলেছেন, ‘বিশ্বকাপে সুযোগ পাবে কি না বলতে পারব না, তবে ঋষভ এই ম্যাচে দারুণ খেলেছে। ও গত মরসুমেও দারুণ খেলেছিল। টেস্ট ম্যাচেও ও ভাল খেলছে। ২১ বছর বয়সে বিদেশে দু’টি শতরান করে ও নিজের জাত চিনিয়ে দিয়েছে। ওকে ভালভাবে তৈরি করা দরকার। ও ভবিষ্যতে ভারতীয় দলের সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারে।’