মুম্বই: ঋষভ পন্তের অবিশ্বাস্য ইনিংসের দৌলতে মুম্বই ইন্ডিয়ান্সকে তাদেরই ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৩৭ রানে হারিয়ে চলতি আইপিএল অভিযান জয় দিয়ে সূচনা করল দিল্লি ক্যাপিটালস।
এদিন দিল্লির ফ্রাঞ্চাইজির হয়ে বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতীয় টেস্ট দলের এই গুরুত্বপূর্ণ সদস্য। পন্তের ২৭ বলে ৭৮ রানে অপরাজিত ইনিংসের দৌলতে বিপক্ষের সামনে বিশাল রানের রাখে দিল্লি। এদিন পন্তের ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ৭টি বিশাল ছক্কায়।
এদিন কোনও বোলার তাঁর সংহারের হাত থেকে রেহাই পাননি। এমনকী, বর্তমানে বিশ্বের এক নম্বর বোলার, ভারতীয় দলে তাঁরই সতীর্থ জসপ্রীত বুমরাহকেও কোনও রেয়াত করেননি তিনি।
পন্ত, কলিন ইনগ্রাম (৩২ বলে ৪৭) এবং শিখব ধবন (৩৬ বলে ৪৩) এই তিনের ওপর ভর করে মুম্বইয়ের সামনে ২১৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা রাখে দিল্লি। জবাবে ১৯.২ ওভারে ১৭৬ রানে অল আউট হয়ে যায় মুম্বই। একা কিছুটা রান (৩৫ বলে ৫৩) করেন যুবরাজ। কিন্তু, তাঁর চেষ্টা যথেষ্ট ছিল না।