নয়াদিল্লি: একদিনের আন্তর্জাতিক ম্যাচে যেভাবে ব্যাটিং করেন, টেস্টেও ঠিক সেভাবেই ব্যাটিং করছেন বলে দাবি করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আজ দিল্লির ফিরোজ শাহ কোটলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ড্র হওয়ার পর বিরাট বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুব ভালভাবে ব্যাটিং করছি। আমি বুঝতে পেরেছি, একদিনের ম্যাচে যেভাবে ব্যাট করি, টেস্টেও সেভাবেই ব্যাটিং করতে পারছি। আমি বরাবরই এ বিষয়ে দ্বিধাগ্রস্ত ছিলাম। কিন্তু এখন উপলদ্ধি করলাম, টেস্টে নিজের ব্যাটিং উন্নত করতে পারি। এখন আর কোনও নির্দিষ্ট ধাঁচে খেলা হয় না। নিজের উপর বিশ্বাস থাকলে যে কোনও ফর্ম্যাটেই সফল হওয়া যায়।’
এই টেস্টের প্রথম ইনিংসে ২৪৩ রান করেন বিরাট। টেস্টে এটা তাঁর ষষ্ঠ দ্বিশতরান। বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে এই নজির গড়েছেন বিরাট। টেস্টে সবচেয়ে বেশি দ্বিশতরানের হিসেবে এখন সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগের সঙ্গে একই সারিতে বিরাট। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি যখন অধিনায়ক ছিলাম না, সবসময় পরিস্থিতির কথা মাথায় রাখা কঠিন ছিল। আমি টেস্টে ব্যাটিংয়ের সুযোগ পাওয়ার সময় চাপে থাকতাম। শতরান করার পর চাপমুক্ত হতাম। তবে এখন পরিস্থিতি বদলে গিয়েছে। অধিনায়ক হিসেবে ১০০ বা দেড়শো রান করার পরেও ব্যাটিং করে যেতে চাই। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় বোলাররা যাতে বিপক্ষের ব্যাটসম্যানদের অলআউট করার জন্য অতিরিক্ত ওভার পায়, সেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করি।’
ভারতীয় দল এই টেস্টে জিততে না পারায় কিছুটা হতাশ ভারতের অধিনায়ক। তবে তিনি শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন। সতীর্থ রোহিত শর্মাকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিরাট। তিনি আরও বলেছেন, অত্যধিক ওয়ার্কলোডের কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সংক্ষিপ্ত ওভারের সিরিজে তিনি বিশ্রাম নিচ্ছেন।
টেস্টেও একদিনের ম্যাচের মতোই ব্যাটিং করছি, মন্তব্য বিরাটের
Web Desk, ABP Ananda
Updated at:
06 Dec 2017 07:07 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -