নয়াদিল্লি: যাবতীয় বিতর্ক, সমালোচনা উড়িয়ে দিয়ে ফের সাফল্য পেলেন স্প্রিন্টার দ্যুতি চাঁদ। এ মাসের ৯ তারিখ ইতালির নাপোলিতে সামার ইউনিভার্সিয়েডে ১০০ মিটার ড্যাশ ইভেন্টে সোনা জিতেছেন ২৩ বছর বয়সি এই অ্যাথলিট। প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই সাফল্য পেয়েছেন তিনি। এরপরেই সমালোচকদের একহাত নিয়েছেন এই অ্যাথলিট। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘অনেকেই আমার সম্পর্কে খারাপ কথা বলেছিল। তারা বলেছিল, দ্যুতি এখন ব্যক্তিগত জীবন নিয়েই ভাবছে। ওর অ্যাথলেটিকস কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। আমি তাদের জানিয়ে দিতে চাই, এখনও শেষ হয়ে যাইনি।’
সোনা জেতার পরেই ট্যুইট করে দ্যুতি সমালোচকদের উদ্দেশে বলেছিলেন, ‘আমাকে টেনে নামানোর চেষ্টা করলে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’ এবার তিনি বলেছেন, ‘অন্য সবাই যেমন নিজেদের ব্যক্তিগত জীবনের কথা ভাবে, তেমনই আমাকেও ব্যক্তিগত জীবনের কথা ভাবতে হয়। সেই কারণেই আমি গ্রামের একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দিই। কিন্তু তার মানে এই নয় যে আমার অ্যাথলেটিকস কেরিয়ারের দিকে মন দেব না। আমার মনে হয়েছিল সমলিঙ্গ সম্পর্কের কথা প্রকাশ্যে আনা উচিত। তারপর ফের অ্যাথলেটিকসে মন দিয়েছি।’
ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে দ্যুতি বলেছেন, ‘আমি এই প্রথম বিশ্ব প্রতিযোগিতায় সোনা জিতলাম। ভবিষ্যতে কঠিন লড়াই। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকের যোগ্যতা অর্জন করাই আমার লক্ষ্য।’
আমি এখনও শেষ হয়ে যাইনি, দাবি দ্যুতি চাঁদের
Web Desk, ABP Ananda
Updated at:
17 Jul 2019 03:43 PM (IST)
সোনা জেতার পরেই ট্যুইট করে দ্যুতি সমালোচকদের উদ্দেশে বলেছিলেন, ‘আমাকে টেনে নামানোর চেষ্টা করলে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -