ওয়ার্নার নিজেই ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেন। সেটি দেখে বিরাট লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় আমার ভারতীয় ভক্তকে দেখতে পাচ্ছি। মেয়েটি খুব মিষ্টি। গোটা পরিবারের প্রতি শুভকামনা রইল।’
বল-বিকৃতির দায়ে নির্বাসিত হওয়ার পর ফের খেলায় ফিরেছেন ওয়ার্নার। তিনি বিশ্বকাপ এবং অ্যাশেজের দলেও ছিলেন। আইপিএল-এও তাঁর পারফরম্যান্স অসাধারণ। আইপিএল-এর সুবাদেই বাবার সঙ্গে ভারতে বেশ কিছুদিন থাকে আইভি। সেই কারণেই সে বিরাটের ভক্ত হয়ে উঠেছে।