নয়াদিল্লি: টেস্টে ভারতীয় দলের সহ-অধিনায়ক হলেও, সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ না পেয়ে হতাশ অজিঙ্কা রাহানে। বিশ্বকাপের আগে এই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। এই ডানহাতি ব্যাটসম্যানের দাবি, তাঁর আরও বেশি সুযোগ প্রাপ্য। তিনি অবশ্য নেতিবাচক ভাবনা সরিয়ে রেখে আশাবাদী হতে চাইছেন।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাহানে বলেছেন, ‘আমি অত্যন্ত আশাবাদী। আমি নেতিবাচক ভাবনা দূরে সরিয়ে রাখছি। যে কোনও সময় পরিস্থিতি বদলে যেতে পারে। সব ক্রিকেটারেরই বিশ্বকাপ খেলার স্বপ্ন থাকে। নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার সুযোগ প্রাপ্য।’
রাহানে শেষবার ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলেছিলেন এক বছর আগে। গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার পর আর সুযোগ পাননি এই ডানহাতি ব্যাটসম্যান। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজই ভারতের শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা। কিন্তু সেখানেও সুযোগ মেলেনি রাহানের। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমার পারফরম্যান্স খুব ভাল ছিল বলেই মনে করি। গত তিন-চারটি সিরিজে আমার গড় ছিল ৪৫ থেকে ৫০। জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে আমি ভাল পারফরম্যান্স দেখিয়েছি। যে খেলোয়াড় সবসময় দলের হয়ে খেলে, তার আরও বেশি সুযোগ প্রাপ্য। এটাই আমি মনে করি।’
সীমিত ওভারের ক্রিকেটে আমার আরও বেশি সুযোগ প্রাপ্য, বলছেন রাহানে
Web Desk, ABP Ananda
Updated at:
27 Feb 2019 07:11 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -