নয়াদিল্লি: বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তিনি তাবড় বোলারদের ত্রাস। কিন্তু ছাত্রজীবনে তাঁর আতঙ্কের বিষয় ছিল অঙ্ক। নিজেই সে কথা স্বীকার করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। একটি স্পোর্টস ওয়েব শো-তে তিনি বলেছেন, ‘অঙ্ক পরীক্ষায় সর্বোচ্চ ১০০ নম্বর পাওয়া যেত। তবে আমি পেতাম ৩। অঙ্কে আমি এরকমই ছিলাম। আমি বুঝতে পারতাম না, কেউ অঙ্ক কেন শিখতে চাইবে। আমি অঙ্কের জটিল ফর্মুলাগুলি কোনওদিন বুঝতে পারিনি। আমি জীবনে কোনওদিন সেই ফর্মুলাগুলি ব্যবহার করিনি।’

বিরাট আরও জানিয়েছেন, ‘আমি কোনওরকমে দশম শ্রেণির পরীক্ষায় পাশ করতে চাইছিলাম। কারণ, সেটি রাজ্যস্তরের পরীক্ষা ছিল। সেই পরীক্ষা পাশ করার পর পড়ার বিষয় বেছে নেওয়ার সুযোগ ছিল। দশম শ্রেণির পরীক্ষায় পাশ করার জন্য যে পরিশ্রম করেছিলাম, ক্রিকেটের জন্য কোনওদিন ততটা পরিশ্রম করিনি।’