পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে বুড়ো আঙুলে চোট পেলেও, প্রথম টেস্টে খেলতে পারবেন বলে আশাবাদী ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। অপরাজিত শতরান করে দলকে ম্যাচ ও সিরিজ জেতানোর পর তিনি বলেছেন, ‘আমার মনে হয় না হাড় ভেঙেছে। সেটা হলে ব্যাট করে যেতে পারতাম না। আশা করি প্রথম টেস্টে খেলতে পারব।’


গতকাল ৯৯ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন বিরাট। তিনি ১৪টি বাউন্ডারি মারেন। বিরাটের পাশাপাশি বড় রান করেন শ্রেয়স আইয়ার (৪১ বলে ৬৫ রান)। শিখর ধবন করেন ৩৬ রান। রোহিত শর্মা (১০) অবশ্য রান পাননি। কেদার যাদব ১৯ রানে অপরাজিত থাকেন। ঋষভ পন্থ (০) রান পাননি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৬ উইকেটে জয় পায় ভারত। বিরাটরা সিরিজ জিতলেন ২-০ ফলে।