দোহা : লিওনেল মেসি-৭২। আর সুনীল ছেত্রী? ৭৪। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল করে আন্তর্জাতিক ম্যাচে গোলসংখ্যার বিচারে এই মুহূর্তে আর্জেন্টিনার অধিনায়ককে টেক্কা দিলেন ভারতীয় দলনায়ক। আন্তর্জাতিক মঞ্চে এই মুহূর্তে যে ফুটবলাররা খেলছেন, সেই তালিকার ভিত্তিতে আপাতত দু'নম্বরে সুনীল ছেত্রী। সামনে শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পোর্তুগালের অধিনায়কের আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যা ১০৩।


লিওনেল মেসিকে আন্তর্জাতিক আঙিনায় গোলসংখ্যাকে টেক্কা দেওয়ার পর বিশ্ব ফুটবলের সর্বময় নিয়ামক সংস্থা ফিফার পক্ষ থেকেও কুর্নিশ জানানো হয় সুনীল ছেত্রীকে। আর নিজের কীর্তি প্রসঙ্গে সুনীল হাসিমুখে জানালেন, 'গোলসংখ্যা গোণার কাজটা এখনই করতে চাই না। খেলা ছাড়ার বছর দশেক পরে আলোচনার মাঝে নয় এসব নিয়ে কথা বলব।' নতুন মাইলফলক ছুঁলেও যে নিজের দৌড় অব্যাহত রাখার দিকেই সুনীলের বাড়তি নজর, সেটাই যেন বুঝিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক। পাশাপাশি ম্যাচ নিয়ে সুনীলের গলায় অল্প আফশোস, 'আমি বেশ কয়েকটা সুযোগ ফসকেছি। মাঝে মাঝে বিষয়টা নিজের কাছেই বিরক্তিকর হয়ে উঠছিল। শেষ পর্যন্ত যাক আমরা তিন পয়েন্ট জোগাড় করতে সক্ষম হয়েছি, সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ।'



দলের অধিনায়ককে নিয়ে ভারতীয় দলের কোচের গলাতেও দরাজ সার্টিফিকেট। ম্যাচ শেষে সোজা গিয়ে সুনীলকে শুভেচ্ছা জানানো ইগর স্টিমাচ পরে বলেছেন, 'এখনও প্রত্যেকটা অনুশীলনে নিজেকে প্রমাণ করার বাড়তি তাগিদ নিয়ে রোজ নামে সুনীল।' বাংলাদেশের কোচ জেমি ডে-ও কুর্নিশ জানালেন সুনীলকে। তিনি বলেছেন, 'সুনীল এমন মাপের ফুটবলার যে ওকে একটু সুযোগ ছাড়লেই বিপদ। গোটা ম্যাচে ছেলেরা লড়াই করলেও শেষ ২০ মিনিটের মধ্যে সুনীলকে দুটো সুযোগ দিয়ে বসে, আর সেই দুটোতেই গোলহজম করতে হয় আমাদের।'


একঝলকে সর্বোচ্চ আন্তর্জাতিক গোল (এই মুহূর্তে খেলছেন যারা)



  • ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পোর্তুগাল)- ১০৩ গোল

  • সুনীল ছেত্রী (ভারত)-৭৪ গোল

  • আলি মাবখৌত (সংযুক্ত আরব আমিরশাহি)-৭৩ গোল

  • লিওনেল মেসি (আর্জেন্টিনা)-৭২ গোল

  • রবার্ট লেওয়ানডস্কি (পোল্যান্ড)- ৬৬ গোল