পার্ল: তাঁর ব্যাটিং নিয়ে এই মুহূর্তে প্রশ্ন তোলার কেউ নেই। দুর্দান্ত ফর্মে রয়েছেন কে এল রাহুল। কিন্তু তাঁর অধিনায়কত্ব নিয়ে কিন্তু এরমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে এখনও পর্যন্ত ২ টো ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তু সেই ২ টো ম্যাচেই ভারতকে হারতে হয়েছে। টেস্ট সিরিজে জোহানেসবার্গ টেস্ট ও ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে। আর রাহুলের অধিনায়কত্বের এবার তীব্র সমালোচনা করলেন সুনীল গাওস্কর। লিটল মাস্টারের বক্তব্য মাঠে কী করতে হবে, তা নাকি বুঝেই পাচ্ছেন না এই কর্নাটকী।


এক সাক্ষাৎকারে গাওস্কর বলেন, ''তেম্বা বাভুমা ও ভ্যান ডার ডুসেন যখন ব্যাট করছিল, তখন আমি কে এল রাহুলকে দেখছিলাম। ও মনে হয় বুঝেই পাচ্ছিল না যে কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে। অনেকটা দিশেহারা লাগছিল ওকে। যখন তােমার কাছে ভুবনেশ্বর কুমার ও জশপ্রীত বুমরার মতো ২ জন অভিজ্ঞ ডেথ ওভার বোলার রয়েছে, তখন তাঁদের তো ৫-৬ ওভার রেখে দেওয়া উচিত ছিল। তাহলেই শেষের দিকে দক্ষিণ আফ্রিকার এত বড় স্কোর হয়ত তুলতে পারত না। কিন্তু ও সেভাবে ভাবেইনি হয়ত। তবে এটা ওর কেরিয়ারের শুরুর দিক অধিনায়ক হিসেবে। যত সময় এগােবে ততই পরিস্থিতি আরও বদলাবে বলেই আমি আশা করি।''


কিংবদন্তী ভারতীয় ওপেনার আরও বলেন, ''রাহুলের অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা কম। আইপিএলে পঞ্জাব কিংসকে গত ২ বছরে নেতৃত্ব দিয়েছে। এছাড়া লিস্ট এর ক্রিকেটে হয়ত দু-একবার রাজ্য দলকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু যদি আপনারা ওর আইপিএলের রেকর্ডের দিকেও তাকান, তবে দেখা যাবে যে কোনােভাবেই ও কিন্তু সফল নয় আইপিএলে।''


উল্লেখ্য, টেস্টে বিরাট কোহলি না খেলায় জোহানেসবার্গ টেস্টে নেতৃত্ব দিতে হয় কে এল রাহুলকে। কিন্তু সেই ম্যাচে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর শেষ ম্যাচ জিতে সিরিজও জিতে নেয় তারা। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেও পার্লে রাহুলের নেতৃত্বেই হারতে হয় ভারতকে। রোহিত শর্মা না থাকায় এই সিরিজে রাহুলকেই নেতৃত্বভার সামলাতে হচ্ছে।


আরো পড়ুন: ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা, পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের