মুম্বই: ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন যতই বিরাট কোহলির টেকনিক নিয়ে প্রশ্ন তুলুন না কেন, সরাসরি পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটার বদলে ঘুরিয়ে খোঁচা দেওয়ার নীতি নিলেন ভারতের অধিনায়ক। তাঁর বক্তব্য, তিনি বিপক্ষকে ব্যঙ্গ করার নীতিতে বিশ্বাস করেন না। ভারত হার স্বীকার করে নিতে জানে।
ওয়াংখেড়ে টেস্টের চতুর্থ দিনে বিরাট ২৩৫ রান করেন। কিন্তু তারপরেও তাঁর টেকনিকে খুঁত আছে বলে দাবি করেন অ্যান্ডারসন। এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তাঁকে হার স্বীকার করে নিতে বলেন অশ্বিন। দু জনের মধ্যে বচসা শুরু হলে এগিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেন বিরাট।
ওয়াংখেড়ে টেস্ট শেষ হওয়ার পর ইংল্যান্ডের হারের কারণ নিয়ে প্রশ্নের জবাবে বিরাট বলেন, ‘আমি অন্য কারও টেকনিক বা ভুল নিয়ে কিছু বলার জায়গায় নেই। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সবার দায়িত্ব নিজের ভুল ভুঝতে পেরে সেটা সংশোধন করা। আমি বিপক্ষকে ব্যঙ্গ-বিদ্রূপ করায় বিশ্বাস করি না। আমি ভাল ক্রিকেট খেলার উপর জোর দিচ্ছি এবং সেটাই করছি।’
নাম না করে অ্যান্ডারসনকে খোঁচা দিয়ে বিরাট বলেছেন, ‘আমরা নিজেদের শক্তির দিকে নজর দিই। আমরা ভালভাবে হার স্বীকার করে নিই। অন্য কারও বিরুদ্ধে অভিযোগ করার বদলে আমরা নিজেদের খেলার ভুল খুঁজে উন্নতির চেষ্টা করি।’
আমি বিপক্ষকে ব্যঙ্গ করায় বিশ্বাস করি না, অ্যান্ডারসনকে খোঁচা কোহলির
Web Desk, ABP Ananda
Updated at:
12 Dec 2016 05:52 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -