সিডনি: ইংল্যান্ড সফরের ব্যর্থতা ঝেড়ে ফেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভাল পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি ভারতীয় দলের ওপেনার মুরলী বিজয়। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বিস্ফোরক ব্যাটিংয়ের মাধ্যমে তিনি সেটাই বুঝিয়ে দিলেন। লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নেমে ১৩২ বলে ১২৯ রান করে অপরাজিত থাকেন বিজয়। তিনি ৯১ বল খেলে অর্ধশতরান করার পর তাণ্ডব শুরু করেন। পরের ৫০ রান করেন মাত্র ২৭ বলে। এর মধ্যে জেক কার্ডারের এক ওভারে ২৬ রান নিয়ে ৭৪ থেকে ১০০ পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটসম্যান। এই ওভারে তিনি দু’টি ছক্কা ও তিনটি বাউন্ডারি মারেন।


বিজয়ের পাশাপাশি রাহুলও ভাল ব্যাটিং করেন। তিনি ৬২ রান করেন। ওপেনিং জুটিতে ওঠে ১০৯ রান। প্রথম টেস্টের আগে ভারতীয় দলের দুই ওপেনারই ভাল পারফরম্যান্স দেখানোয় খুশি টিম ম্যানেজমেন্ট।