ইনদওর: বিরাট কোহলির অনুপস্থিতিতে প্রথমবার ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন রোহিত শর্মা। আর সেই সুযোগ পেয়েই তিনি নিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজ জিতিয়েছেন। একদিনের সিরিজে দ্বিশতরান করার পর গতকাল টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী শতরান করেন রোহিত। তাঁর পারফরম্যান্সের সুবাদেই এক ম্যাচ বাকি থাকতে টি-২০ সিরিজ জিতে নিয়েছে ভারত। এর আগে আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। কিন্তু জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া সম্পূর্ণ অন্য বিষয়। এ প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘আমি যেহেতু প্রথমবার দলকে নেতৃত্ব দিচ্ছি, তাই চাপ ছিল। মুম্বইয়ে পরের ম্যাচেও চাপ থাকবে। আমি জানি না আবার করে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাব। তাই মাঠে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ।’ রোহিত আরও বলেছেন, ‘ধর্মশালায় প্রথম ম্যাচের পর বিশাল চাপ ছিল। আমরা সর্বনিম্ন স্কোরে অলআউট হয়ে যাওয়ার জায়গায় পৌঁছে গিয়েছিলাম। অধিনায়কত্ব ও দল নিয়ে আমি অনেক চিন্তা-ভাবনা করেছি। আমরা ১৪০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি। সেটার চাপ অনেক বেশি।’ নিজের ব্যাটিং প্রসঙ্গে ভারতের অস্থায়ী অধিনায়ক বলেছেন, ‘আমার বেশি শক্তি নেই। আমি অন্য কিছুর চেয়ে টাইমিংয়ের উপরেই সবচেয়ে বেশি নির্ভর করি। আমি নিজের শক্তি ও দুর্বলতা জানি। আমি যতটা পারি ভাল খেলার চেষ্টা করি।’ গতকাল মাত্র ৪৩ বলে ১০টি ছক্কা ও ১২টি বাউন্ডারির সাহায্যে ১১৮ রান করেন রোহিত। তিনি যেভাবে ব্যাট করছিলেন, তাতে টি-২০ ম্যাচেও দ্বিশতরানের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন। তবে তিনি বলছেন, ‘আমি ১০০, ২০০ বা ৩০০ করার কথা ভাবি না। আমার কাজ হল ক্রিজে গিয়ে দলের জন্য যত বেশি সম্ভব রান করা।’