মুম্বই: ক্রিকেট মাঠে যেমন স্লেজিং পছন্দ করেন না, তেমনই রাস্তায় গাড়ি চালানোর সময় হর্নের আওয়াজও পছন্দ করেন না অজিঙ্ক রাহানে। ভারতের এই ক্রিকেটার নিজেই এ কথা জানিয়েছেন।


টাটা গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে পথ নিরাপত্তা ও হর্ন না বাজানোর বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্রের মোটরযান বিভাগ। এ বিষয়েই এক সাংবাদিক বৈঠকে রাহানে বলেছেন, ‘শব্দদূষণ একটি গুরুতর সমস্যা। বিশেষ করে মুম্বইয়ের মতো বড় শহরে এই সমস্যা বাড়ছে। আমি হর্নের বিরুদ্ধে এই উদ্যোগে সামিল হতে পেরে খুশি। ক্রিকেটের মাধ্যমে এক্ষেত্রে অবদান রাখতে চাই আমি।’

শনিবার ‘হর্ন নট ওকে প্লিজ’ শীর্ষক একটি প্রদর্শনী টি-২০ ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। এই ম্যাচে খেলবেন রাহানে, যুবরাজ সিংহ, লোকেশ রাহুল, দীনেশ কার্তিক, হরভজন সিংহ, শিখর ধবন, হার্দিক পাণ্ড্য ও সুরেশ রায়না।