ধর্মশালা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে দুরন্ত টেস্ট সিরিজ জয়ের পরই ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ অনিল কুম্বলে আশা প্রকাশ করলেন, বিদেশের মাটিতেও সিরিজ জয় করতে প্রস্তুত টিম ইন্ডিয়া।


এদিন ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে অস্ট্রলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় প্রসঙ্গে দেশের প্রাক্তন কিংবদন্তি লেগ-স্পিনার বলেন, এক কথায় দুর্দান্ত। প্রথম টেস্টে হারার পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয় দুর্দান্ত।


তিনি যোগ করেন, প্রথম ম্যাচে হারের পর সকলেই বিষণ্ণ হয়ে পড়েছিলেন। কিন্তু দল ঘুরে দাঁড়িয়েছে। ০-১ ফলে, পিছিয়ে থেকেও সিরিজ দখল করেছে ভারতীয় দল। এর কারণ, আমরা সবসময় একটা সিরিজ, একটা ম্যাচ এবং একটা সেশন নিয়ে ভাবি।


ধর্মশালা ম্যাচ প্রসঙ্গে বলতে গিয়ে কুম্বলে বলেন, বিরাটের (কোহলি) চোটের পর (অজিঙ্ক) রাহানে যেভাবে অধিনায়কত্ব সামলেছে, তা দুরন্ত। টসে হেরেও এই ম্যাচ জিতেছে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩০০ রান টপকে যাওয়া এবং দ্বিতীয় ইনিংসে বোলারদের দুরন্ত পারফরম্যান্স—সবমিলিয়ে এই ম্যাচে ভারতের প্রত্যেকেই দায়িত্ব পালন করেছে বলে মনে করেন কোচ।


এই প্রসঙ্গেই কুম্বলে জানান, ভারতের চলতি লাইন-আপ বিদেশেও জয়ী হতেই পারে। তিনি বলেন, এই ব্যাটিং ও বোলিং লাইন-আপ এবং তলার দিকের ব্যাটসম্যানদের গুরুত্বপূর্ণ অবদান—ভারত বিদেশে সিরিজ জিততেই পারে। তবে, এর পাশাপাশি, কোচ মনে করেন এখনও একটি জায়গায় উন্নতির অবকাশ রয়েছে। তা হল ক্যাচ ধরা। তিনি বলেন, ভবিষ্যতে এই দিকে আরও বেশি নজর দেওয়া হবে।