কলকাতা: ভারতের তরুণ তুর্কি স্পিনার কুলদীপ যাদব মনে করেন, তিনি যে কোনও সময়ই বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নারকে আউট করতে পারেন। কারণ, তাঁর দাবি, অস্ট্রেলীয় সহ-অধিনায়ক তাঁকে সামলাতে হিমসিম খাচ্ছেন।
চলতি বছরের গোড়ায় ধর্মশালায় জীবনের প্রথম টেস্ট ম্যাচেই ওয়ার্নারের উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ। কয়েকদিন আগে, চেন্নাইয়ে চলতি সিরিজের প্রথম একদিনের ম্যাচেও ওয়ার্নারকে তুলে নেন কুলদীপ।
এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে ২২ বছরের কব্জি-স্পিনার বলেন, আমার মনে হয়, আমার বল খেলতে গিয়ে ও (ওয়ার্নার) ভীষণই চাপে পড়ে যাচ্ছে। সেই থেকেই আমার মনে হয়, আমি ওকে যখন-তখন আউট করতে পারি।
কুলদীপ আরও জানান, উল্টোদিকে ওয়ার্নারকে বল করার সময় তিনি কোনও চাপ অনুভব করেন না। বরং উপভোগ করেন। তিনি যোগ করেন, ওয়ার্নারকে নিয়ে তাঁর একটি বিশেষ পরিকল্পনা সবসময়ই থাকে। সেই অনুযায়ী তিনি বল করেন। কুলদীপ আশাবাদী, সিরিজের বাকি ম্যাচেও ওয়ার্নারের উইকেট তিনিই পাবেন।
বৃহস্পতিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ জিতে সিরিজে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে কোহলি-বাহিনী।