ম্যাচ শেষ হওয়ার পর বিরাটের দলের প্রশংসা করে গাওস্কর বলেন, ‘এমন নয় যে আমি যখন খেলতাম তখন আমরা জেতার জন্য খেলতাম না। আমরাও জেতার জন্যই খেলতাম। কিন্তু এই দল ফিটনেসের ক্ষেত্রে অন্য মাত্রায়। অধিনায়কই ফিটনেসের ক্ষেত্রে পথ দেখিয়েছে। আমাদের সময় আমরা ব্যক্তিগতভাবে ফিটনেস ট্রেনিং করতাম।’
অস্ট্রেলিয়া দলে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের না থাকার কথা উল্লেখ করে যাঁরা ভারতের এই জয়কে খাটো করার চেষ্টা করছেন তাঁদের একহাত নিয়ে গাওস্কর বলেছেন, ‘অস্ট্রেলিয়া দলে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের না থাকার দায় ভারতীয় দলের নয়। অস্ট্রেলিয়া ওদের কম দিনের জন্য নির্বাসিত করতে পারত। কিন্তু মনে করা হয়েছিল, এক বছরের নির্বাসন অস্ট্রেলিয়ার ক্রিকেটের পক্ষে ভাল হবে। যারা খেলাকে কালিমালিপ্ত করে, তাদের কাছে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।’