দেখুন: সিরিজ জয়ের পর টিম হোটেলে ‘মেরে দেশ কি ধরতি’ গানের তালে নাচ কোহলি ব্রিগেডের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jan 2019 05:59 PM (IST)
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার মাটিতেই তাদেরকে হারিয়ে সিরিজ জয়ের পর উল্লাসে-উচ্ছ্বাসে ভাসছে ভারতীয় দল। ৭১ বছরের ইতিহাসে এই প্রথম সেদেশের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ভারত। আর এই দারুণ তৃপ্তিদায়ক কৃতিত্বটা তারিয়ে তারিয়ে উপভোগ করলেন ক্রিকেটার থেকে সমর্থকরা। অস্ট্রেলিয়ায় মাঠে ও মাঠের বাইরে এভাবে ভারতীয় দলের উত্সব পালনের ছবি এর আগে ধরা পড়েনি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই নাচে মেতে উঠল বিরাট কোহলি ব্রিগেড। অধিনায়কের কথায়, এই নাচের কোরিওগ্রাফার ছিল ঋষভ পন্ত। তিনি বললেন, একেবারেই সহজ স্টেপ ছিল। কিন্তু এতেও নাচতে পারেনি চেতেশ্বর পূজারা। কোহলি এই নাচের নাম দিয়েছেন পূজারার নামেই। এরপর টিম হোটেলে ঢোকার পর আর এক প্রস্থ নাচ হয়ে গেল। ভারত আর্মির সঙ্গে নাচে মেতে উঠলেন ক্রিকেটাররা। টিম হোটেলে ঢোকার পর সিরিজ জয়ী দলকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হল। ইংল্যান্ডের বার্মি আর্মির মতো ভারতীয় ফ্যান ক্লাব ভারত আর্মি বাজনা নিয়ে তৈরি ছিল। কোহলির হোটেলে ঢুকতেই শুরু হল বাজনা। ভারত আর্মি ও সমর্থকরা হোটেলের লবিতে অপেক্ষায় ছিলেন। জনপ্রিয় গান মেরে দেশ কে ধরতি সোনা উগলে, উগলে হিরে মোতি-র তালে নাচতে নাচতেই সেখানে ঢুকলেন ভারতীয় ক্রিকেটাররা। সবার আগে ছিলেন হার্দিক পান্ড্য। এর পর কোহলিও তাঁর সঙ্গে যোগ দিলেন। কোহলি পুরো দৃশ্যটা তাঁর মোবাইলের ক্যামেরায় ধরে রাখলেন। একে একে আসেন কোচ রবি শাস্ত্রী, কে এল রাহুল, ইশান্ত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল। এক্ষেত্রে শো স্টপার হয়ে ওঠেন ঋষভ। ভারত আর্মি টি শার্টে সই করতে ব্যস্ত ছিলেন ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব ও অন্যান্যরা। এরমধ্যে ভিডিও তোলার কাজ শেষ করে নাচের ছন্দে সামিল হন কোহলি।