ইনদওর: ভারতীয় ক্রিকেটের নয়া তারকা হয়ে উঠেছেন হার্দিক পাণ্ড্য। তিনি যেভাবে অনায়াসে একের পর এক ছক্কা মারেন, তাতে মুগ্ধ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সতীর্থ, প্রাক্তন ক্রিকেটাররা। হার্দিক অবশ্য বলছেন, ছোটবেলা থেকে তিনি এভাবেই ব্যাটিং করে আসছেন। ছক্কা মেরেই তিনি বড় হয়েছেন। তাই এই খেলা তাঁর কাছে নতুন কিছু নয়।
গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে ৭২ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক। তাঁর এই ইনিংসের সুবাদে ২৯৪ রানের টার্গেট থাকা সত্ত্বেও অনায়াস জয় পেয়েছে ভারত। এই ইনিংস সম্পর্কে হার্দিক বলেছেন, ‘অনেকেই বলছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৭৬ রানের ইনিংসটাই আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। কেউ যদি এভাবে ভাবেন, আমার কোনও সমস্যা নেই। তার আগে আইপিএল-এও আমি ভাল খেলেছি। গত বছরের আইপিএল-এ অবশ্য আমি ভাল খেলতে পারিনি। তাই আমি পরিশ্রম করেছি। এর ফলে ফর্ম ফিরে পেয়েছি। আর ছয় আমি আগেও মারতাম। এখন বড় স্তরের ক্রিকেটে ছয় মারছি।’
নিজের ব্যাটিং সম্পর্কে হার্দিক আরও বলেছেন, ‘শুধু শট খেলাই নয়, খেলার পরিস্থিতি বোঝাও গুরুত্বপূর্ণ। চেন্নাইয়ে প্রথম ম্যাচে অ্যাডাম জাম্পার বল দেখে আমার মনে হচ্ছিল, যখন ইচ্ছা তখনই ছক্কা মারতে পারি। তাই সপ্তম ওভার পর্যন্ত অপেক্ষা করি। তারপর খেলার ধরন বদল করি। একটা ওভারই ওই ম্যাচের ধারা বদলে দেয়। কত নম্বরে ব্যাট করতে নামছি, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী ব্যাট করার চেষ্টা করি।’
ছোটবেলা থেকে ছয় মেরেই বড় হয়েছি, বলছেন হার্দিক
Web Desk, ABP Ananda
Updated at:
25 Sep 2017 01:46 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -