নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর ক্রিকেট সংস্থায় আর্থিক তছরুপের অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চণ্ডীগড়ে ইডির দফতরে গিয়েছিলেন ফারুখ। সেখানে তাঁর বয়ান রেকর্ড করা হয়।


সিবিআই-এর করা একটি এফআইআর ও চার্জশিটের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত করছে ইডি-ও। ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ক্রিকেটের উন্নয়ন ও প্রসারের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ৪৩ কোটি টাকার কিছু বেশি অর্থ অনুদান দিয়েছিল রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থাকে। সেই অর্থ নয়ছয় করার অভিযোগে ফারুক আবদুল্লা-সহ তিনজনের বিরুদ্ধে গত বছর জুলাই মাসে চার্জশিট দেওয়া হয়েছিল। আবদুল্লার সঙ্গে অন্য অভিযুক্তরা হলেন জম্মু ও কাশ্মীর ক্রিকেট সংস্থার তৎকালীন সচিব মহম্মদ সেলিম খান, কোষাধ্যক্ষ এহসান আহমেদ মির্জা এবং জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের আধিকারিক বশির আহমেদ মিসগর। ২০১৫ সালে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের নির্দেশের পুলিশের হাত থেকে তদন্তের দায়িত্ব তুলে নেয় সিবিআই।

শুরু থেকেই অবশ্য আর্থিক তছরুপের অভিযোগ অস্বীকার করে আসছেন ফারুক ও তাঁর ছেলে ওমর আবদুল্লা। বুধবার ইডি-র জিজ্ঞাসাবাদের পর সংবাদসংস্থা পিটিআই-কে ফারুক বলেছেন, 'আমি কোনও ভুল করিনি। সব ধরনের তদন্তের মুখোমুখি হতে তৈরি।' ফারুক আরও বলেন, 'আমার বয়ান রেকর্ডিং করা হয়েছে। বিষয়টি বিচারাধীন। দেশের বিচারব্যবস্থার ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে।'