কলকাতা: করোনার জন্য পিছিয়ে গিয়েছিল টুর্নামেন্ট। চলতি মরসুমের আই লিগ এবার শুরু হতে চলেছে মার্চের প্রথম সপ্তাহে। আগামী ৩ মার্চ থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট। এর আগে কলকাতার বুকে টুর্নামেন্টে এবারের শুরু হলেও করোনা আতঙ্কে পরবর্তীতে স্থগিত করে দিতে হয় টুর্নামেন্ট। গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে স্টেডিয়ামগুলোতে এখন থেকে ৭৫ শতাংশ দর্শক ঢুকতে পারবেন। খেলা আয়োজিত করা যেতে পারে। এরপরই এদিন এআইএফএফ জানিয়ে দিল আই লিগ শুরুর কথা। জৈব সুরক্ষা বলয়েই থাকবেন ফুটবলার, সাপোর্ট স্টাফ ও অফিসিয়ালরা। ২০ ফেব্রুয়ারির মধ্যে জৈব সুরক্ষা বলয়ে যোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তিন তিনবার নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট থাকতে হবে ফুটবলারদের। জৈব সুরক্ষা বলয়ে প্রত্যেককে ৭ দিন নিভৃতবাসে থাকতে হবে, সেই সময় তাঁদের আরও তিনটি করোনা পরীক্ষা করানো হবে।


গত ডিসেম্বরে আই লিগে খেলা(I-League) কয়েকটি দলের, কয়েকজন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছিলেন। জানা গিয়েছে যে, বায়ো বাবলে থাকার পরেও কম করে ১৫ জন ফুটবলারের শরীরে কোভিড বাসা বেঁধেছে! করোনা কাঁটায় বেসামাল আই লিগ। বৃহস্পতি ও শুক্রবার আই লিগের ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে লিগ কমিটির বৈঠকে। ফুটবলারদের করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত আই লিগের চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের ম্যাচ হবে কি না, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।


এই নিয়ে, আই লিগের তরফে ট্যুইটারে জানানো হয়েছিল, “কয়েকটি টিমের মধ্যে কিছু করোনা পজিটিভের রিপোর্ট এসেছে। লিগ বিষয়টির উপর বিশেষ নজর রাখছে এবং ইতিমধ্যে ক্লাবগুলির সঙ্গে এ ব্যাপারে কথা বলেছে। এ ছাড়া আজ বিকেলে লিগের কমিটির জরুরি সভাও ডাকা হয়েছে। শীঘ্রই আরও বিস্তারিত তথ্য আসছে।” 


উল্লেখ্য, কিছুদিন আগে রঞ্জি ট্রফি শুরুর সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২টো পর্বে টুর্নামেন্ট আয়োজন করা হবে।