কিংস্টন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিক করে অধিনায়ক বিরাট কোহলিকে কৃতিত্ব দিলেন যশপ্রীত বুমরা। ভারতের ডানহাতি পেসার বলে দিলেন, ‘এই হ্যাটট্রিকের জন্য অধিনায়কের কাছে আমি ঋণী।’


বুমরাকে সারাক্ষণই উদ্বুদ্ধ করেন কোহলি। সাবাইনা পার্কে ম্যাচ চলাকালীন স্টাম্প মাইক্রোফোনে বুমরার উদ্দেশে কোহলিকে বলতে শোনা গিয়েছে, ‘কী দুর্দান্ত বোলার তুমি। অসাধারণ বোলার!’ অধিনায়কের এমন আস্থা অর্জন করতে পেরে আপ্লুত গুজরাতের পেসার। শনিবার রাতে তাঁর তৃতীয় শিকার ছিল রস্টন চেজ। বিরাটের পরামর্শেই ডিআরএস প্রযুক্তির সাহায্য নিয়ে উইকেটটি আদায় করে নেন বুমরা। পরে বোর্ডের ওয়েবসাইটের জন্য বুমরার সাক্ষাৎকার নেন কোহলি। সেখানে বুমরা বলেন, ‘আসলে ওই আউটের আবেদনটা নিয়ে খুব একটা নিশ্চিত ছিলাম না। ভেবেছিলাম ব্যাটে লেগেছে তাই জোরাল আবেদন করিনি। তবে শেষ পর্যন্ত দারুণ একটা রিভিউয়ের সিদ্ধান্ত। তাই আমার মনে হয় এই হ্যাটট্রিকের জন্য আমি অধিনায়কের কাছে ঋণী।’




শনিবার ভারতীয় সময় রাতে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসকে একা হাতে তছনছ করে দেন বুমরা। ওপেনিং স্পেলে মাত্র ১৬ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন। বুমরা বলেছেন, ‘মাঝে মধ্যে পিচ থেকে খুব বেশি সাহায্য পাওয়া যায়। বাউন্সও ছিল। ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও বাউন্স পাচ্ছিল। ওরা লেট মুভমেন্টও পাচ্ছিল। তবে বোলারদের জন্য পিচে এত বেশি সহায়তা থাকলে প্রলুব্ধ হওয়ার সম্ভাবনা থাকে। উইকেট তুলতে অতিরিক্ত আগ্রাসী হয়ে পড়ে বোলাররা। সেই সময় প্রাথমিক ব্যাপারগুলো ঠিক রাখা উচিত। শুধু সঠিক জায়গায় বল করে যাওয়া উচিত। তাতেই ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি হয়। সেটাই আমার মাথায় ছিল।’

বুমরা জানিয়েছেন, সতীর্থ পেসারদের সঙ্গে বোঝাপড়া তাঁকে সেরা পারফরম্যান্স বার করে আনতে সাহায্য করেছে। বুমরা বলেছেন, ‘সতীর্থ পেসারদের সঙ্গে আমার বোঝাপড়া ভাল। মাঠে ও মাঠের বাইরে আমাদের সম্পর্ক দারুণ। আমি যখন উইকেট তুলেছি, তখন অন্যদের দায়িত্ব ছিল অপর প্রান্ত থেকে চাপ তৈরি করা। অন্য কেউ উইকেট তুললে আমি অন্য প্রান্ত থেকে চাপ তৈরি করি। আমাদের মধ্যে এই যোগাযোগটা সবসময় থাকে।’