রাঁচি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্ব ছাড়া নিয়ে দেশজুড়ে অনেক জল্পনা চলেছে। সংবাদমাধ্যমেও অনেক লেখালিখি হয়েছে। তবে আজ ধোনি নিজেই অধিনায়কত্ব ছাড়ার কারণ খোলসা করলেন। রাঁচিতে সিআইএসএফ-এর একটি অনুষ্ঠানের পর তিনি বলেন, ‘২০১৯-এর বিশ্বকাপের আগে নতুন অধিনায়ক যাতে দলকে তৈরি করার জন্য যথেষ্ট সময় পায় সেটা চাইছিলাম বলেই আমি অধিনায়কত্ব ছেড়ে দিই। নতুন অধিনায়ককে উপযুক্ত সময় না দিলে শক্তিশালী দল গড়ে তোলা সম্ভব নয়। আমার মনে হয় ঠিক সময়েই অধিনায়কত্ব ছেড়েছি।’
এবারের ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ভারতীয় দলের শোচনীয় হারের বিষয়ে ধোনি বলেছেন, ‘ভারতীয় দল এই সিরিজের আগে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ হাতছাড়া করে। সেই কারণেই ব্যাটসম্যানদের মানিয়ে নিতে সমস্যা হয়। তবে এটা খেলার অঙ্গ। আমাদের ভুলে গেলে চলবে না, বর্তমানে ভারতীয় দল এক নম্বরে।’
নয়া অধিনায়ককে বিশ্বকাপের আগে তৈরি হওয়ার সময় দিতেই অধিনায়কত্ব ছেড়েছি, বলছেন ধোনি
Web Desk, ABP Ananda
Updated at:
13 Sep 2018 06:33 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -