নয়াদিল্লি: মাঠে তাঁদের মধ্যে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। তিনি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'ও (বিরাট) দুর্দান্ত খেলোয়াড়। ওর রানই এ কথা বলে। তিন ফর্ম্যাটেই ও অবিশ্বাস্য খেলোয়াড়। আমার মনে হয়, ও আরও অনেক রেকর্ড ভেঙে দেবে। ও ইতিমধ্যেই অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। ভবিষ্যতে নিশ্চয়ই আরও অনেক রেকর্ড গড়বে। ওর রানের খিদে আছে। ও কোনওদিনই রান করা থামায় না। তবে আশা করি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান পাবে না। সেটা আমাদের পক্ষে ভাল হবে।'

বিরাটের প্রশংসা করে স্মিথ আরও বলেছেন, 'অধিনায়ক হিসেবে ভারতকে টেস্টে বিশ্বের এক নম্বর দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে বিরাট। ও দারুণ মাপকাঠি তৈরি করেছে। ও ফিটনেস এবং স্বাস্থ্যের উপর অনেক বেশি জোর দেয়। ও ভারতীয় দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে ভাল জায়গায় নিয়ে গিয়েছে।'

বল-বিকৃতির দায়ে নির্বাসিত হওয়ার পর স্মিথ যখন মাঠে ফেরেন, তখন তাঁকে দর্শকদের কটূক্তির মুখে পড়তে হয়। গত বছর ইংল্যান্ডে বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। তবে দর্শকরা যখন স্মিথকে 'প্রতারক' বলে ব্যঙ্গ করছিলেন, তখন তাঁদের থামান বিরাট। তাঁর এই আচরণেরও প্রশংসা করেছেন স্মিথ।

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির বিষয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেছেন, 'বিশেষ কোনও অনুশীলন করছি না। অনেক টি-২০ ম্যাচ খেলেছি। আমার মনে হয়, ঠিক সময়ে জ্বলে ওঠাই আসল। আমাদের দেশে টি-২০ বিশ্বকাপ হবে। এই প্রতিযোগিতায় খেলতে চাই। ২০১৫ সালে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপে খেলেছিলাম। সেই ৬ সপ্তাহ আমার ক্রিকেট কেরিয়ারের সেরা সময়। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছিলাম। দেশের মাটিতে আরও একটি বিশ্বকাপ খেলতে চাই।'

২০২৩ থেকে পাঁচদিনের বদলে চারদিনের টেস্ট ম্যাচ চালু করতে চাইছে আইসিসি। বিরাট এই প্রস্তাবের বিরোধী। স্মিথও জানিয়েছেন, 'আমি পাঁচদিনের টেস্ট ম্যাচ খেলতেই ভালবাসি। আমি পাঁচদিনের টেস্ট ম্যাচের চ্যালেঞ্জ পছন্দ করি। চারদিনের টেস্ট ম্যাচ নিয়ে অনেক আলোচনা চলছে। তবে আমার মতে, টেস্ট ম্যাচ পাঁচদিনেরই হওয়া উচিত। তবে আমি সিদ্ধান্ত নিই না। কিন্তু তা সত্ত্বেও আমার মত হল, টেস্ট ম্যাচ পাঁচদিনেরই হওয়া উচিত।'