ENG vs PAK: আফশোস সঙ্গী করেই পাক ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন উইলি

David Willey Retirement: শেষ ম্যাচেও তুলে নিয়েছিলেন তিন উইকেট। খেলার শেষে সাংবাদিক সম্মেলনে এসে অবশ্য জানিয়ে দিলেন যে হতাশা সঙ্গী করেই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তিনি। 

Continues below advertisement

কলকাতা: আগেই জানিয়ে দিয়েছিলেন যে বিশ্বকাপের (ICC World Cup 2023) পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ডেভিড উইলি (David Willy)। সেই মত পাকিস্তানের (Pakistan Cricket Team) বিরুদ্ধে গতকাল ইংল্য়ান্ডের ৯৩ রানের জয়টাই যে তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ হয়ে গেল তা নিশ্চিত করে দিলেন ইংল্যান্ডের (England Cricket Team) তারকা পেসার ডেভিড উইলি। শেষ ম্যাচেও তুলে নিয়েছিলেন তিন উইকেট। খেলার শেষে সাংবাদিক সম্মেলনে এসে অবশ্য জানিয়ে দিলেন যে হতাশা সঙ্গী করেই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তিনি। 

Continues below advertisement

ম্য়াচের শেষে বাঁহাতি ইংরেজ পেসার বলছেন, ''আমি মনে করি আমার সময় ফুরিয়েছে। তবে যাওয়ার সময় এটা বলতে চাই যে অনেকটা হতাশা সঙ্গী করেই ক্রিকেটকে বিদায় জানালাম। ৩৩ বছর বয়স আমার। আমি মনে করি এখনও আমি যথেষ্ট ফিট ছিলাম। নিজের সেরা পারফর্মও করে যাচ্ছি। অথচ টিম ম্যানেজমেন্ট হয়ত তেমন ভাবছে না। বোর্ডও তেমন ভাবছে না। আমার অবসর নেওয়ার অন্য়তম কারণ বার্ষিক চুক্তির আওতায় রাখা হয়নি আমাকে। জানি না কেন। মনে হচ্ছে বিশ্বকাপের পর অন্য কিছু ভাবছে দল।'' পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেই তিন উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে নিজের ওয়ান ডে কেরিয়ারে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন উইলি। তবে বিশ্বকাপের দল যে একদমই পরিকল্পনামাফিক পারফর্ম করেনি তা মেনে নিচ্ছেন তিনি। উইলি বলছেন, ''আমাদের বিশ্বকাপ সফর একেবারেই ভালভাবে এগোয়নি। পরিকল্পনামাফিক খেলতে পারিনি আমরা। আরও ভাল কিছু হতেই পারত। নিজের ক্ষেত্রে বলতে পারি যে দেশের জার্সিতে ১০০ উইকেট নিয়ে অবসর নেওয়ার অনুভূতি দুর্দান্ত। আমাদের দলে প্রচুর তরুণ ক্রিকেটার রয়েছে। দুর্দান্ত একটা গ্রুপ ছিল আমাদের।''

নিজের অবসর প্রসঙ্গে উইলি আরও বলেন, ''শেষ তিনটি ম্যাচে আমি ভীষণভাবে উপভোগ করেছি। আমি কখনওই এই দলে সেরা প্লেয়ার ছিলাম না। কিন্তু নিজের সীমিত ক্ষমতার মধ্যে মেলে ধরার চেষ্টা করেছি। ইংল্যান্ডের সাদা বলের ফর্ম্য়াটে দীর্ঘদিন ধরে খেলছি। আমি ভাগ্যবান যে বেশ কয়েকজন বিশ্বমানের প্লেয়ারের সঙ্গে খেলতে পেরেছি।"

গতকাল অবাস্তব লক্ষ্য ছিল পাকিস্তানের সামনে। ইডেনে ইংল্যান্ডের ৩৩৭/৯ ছাপিয়ে মাত্র ৬.৪ ওভারে জিতলে তবেই সেমিফাইনালের টিকিট পেতেন বাবর আজ়মরা । রান তাড়া করতে নেমে ৬.৪ ওভারে যখন পাকিস্তানের স্কোর ৩০/২, তখনই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, বাবরদের কাপ অভিযান শেষ। সেমিফাইনালে কোন দল কবে কাদের সঙ্গে কোথায় খেলবে, সেই সূচিও চূড়ান্ত হয়ে গেল তখনই।

Continues below advertisement
Sponsored Links by Taboola