নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে বাদ পড়লেও বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। এমনই মন্তব্য করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। গত দুই বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই বিশ্বকাপ দলে তিনি সুযোগ পেয়েছেন বলে মন্তব্য করেছেন কার্তিক।
গতকাল জাতীয় নির্বাচক কমিটি মোটামুটি প্রত্যাশামাফিকই বিশ্বকাপের দল ঘোষণা করেছে। দলে তরুণ ঋষভ পন্ত জায়গা পাননি। ব্যাক আপ উইকেটরক্ষকের জায়গায় নেওয়া হয়েছে কার্তিককে। এই বিষয়টি নিয়ে এখন জোর চর্চা চলছে। প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছেন, উইকেটরক্ষায় দক্ষতার জন্যই পন্তের পরিবর্তে অনেক বেশি অভিজ্ঞ কার্তিককে দলে নেওয়া হয়েছে।
বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পেরে খুশি কার্তিক বলেছেন, আগামী একমাস আইপিএলে কেকেআরের অধিনায়কত্বের ওপর তাঁর গুরুত্ব থাকবে।
কার্তিক বলেছেন, এখন আমি খুব খুশি, কিন্তু এখন আইপিএলে খেলতে হবে। দল নির্বাচনের ব্যাপারে খুব বেশি ভাবছিলাম, এমনটা বললে তা ঠিক হবে না। দল নির্বাচনের দিন সকাল বেলা বিষয়টি নিয়ে ভাবছিলাম। কেকেআরের নেতা হিসেবে আমি সবাইকে সাহায্য করার চেষ্টা করছি, এবং এখন যা কাজ তার ওপরই গুরুত্ব দিচ্ছি।
কিছুদিন আগে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজ খেলেছিল। বিশ্বকাপের আগে এটাই ছিল ভারতের শেষ সিরিজ। ওই সিরিজে ২১ বছরের পন্তকে দলে নেওয়া হয়েছে। এরপর থেকেই জল্পনা চলছিল যে, ইংল্যান্ডে যাওয়ার টিকিট পাওয়ার দৌড়ে কার্তিকের চেয়ে এগিয়ে পন্ত। যদিও এর আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে মোটামুটি ভালই পারফর্ম করেছিলেন কার্তিক।
এই বিষয়ে কার্তিক বলেছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে দলে সুযোগ না পেয়ে কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। তবে আমার বিশ্বাস ছিল যা হওয়ার তা হবেই। অনেক বিষয় নিজের নিয়ন্ত্রণে থাকে না। তাই সেগুলি নিয়ে চিন্তা না করাই ভাল। তাই ওই সময়টাই খুবই স্বাভাবিক ছিলাম।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণার আগে নির্বাচকরা তাঁর সঙ্গে খুব বেশি কথা বলেননি। এ ব্যাপারে কার্তিক বলেছেন, কিন্তু এর আগেই নির্বাচকরা আমাকে স্পষ্ট জানিয়েছিলেন যে, তাঁর আমাকে ও ওই জায়গার জন্য যারা লড়াইয়ে রয়েছে, তাদেরকে পর্যাপ্ত সুযোগ দিতে চান। এই কথা আগেই জানানো হয়েছিল এবং আমরা সবাই জানতাম।
ভারতীয় স্কোয়াডে ৩৩ বছরের কার্তিকের অন্তর্ভূক্তিকে স্বাগত জানিয়েছেন কেকেআর-এ কোচ তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাকুইস কালিস।
দল বাছাইয়ের ক্ষেত্রে আইপিএলের পারফরম্যান্স বিবেচ্য হয়নি। কার্তিক বলেছেন, ভারতের হয়ে পারফরম্যান্সের ভিত্তিতেই দলে সুযোগ পেয়েছেন তিনি। কার্তিক বলেছেন, সত্যি কথা বলতে কী, অস্ট্রেলিয়া সিরিজ ও এখনকার সময়ের মাঝে কোনও আন্তর্জাতিক ক্রিকেট আমি খেলিনি। গত দুই বছরে যা করেছি, সেটাই আমাকে দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে।
কার্তিক বলছেন, ভারতীয় দলে এখন জায়গা পাওয়াটা খুব কঠিন। দল থেকে যাঁরা সুযোগ পাবেন না, স্বাভাবিকভাবেই হতাশ হবেন। তিনি বলেছেন, আমাদের প্রচুর প্রতিভা রয়েছে। এক-একটা জায়গার জন্য অনেক ক্রিকেটারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। কিন্তু দলে ১৫ জনই সুযোগ পাবে। তাই এক্ষেত্রে কাউকে কাউকে স্বাভাবিকভাবেই হতাশ হতে হয়। এত যোগ্য খেলোয়াড় রয়েছে, এর কৃতিত্ব ভারতীয় ক্রিকেটের।