বেঙ্গালুরু: বেঙ্গালুরু বিমানবন্দরে অমানবিক ছবি৷ অপমানিত ভারতের প্যারাসাইক্লিস্ট আদিত্য মেটা৷


বেঙ্গালুরুর কেম্পেগৌড় আন্তর্জাতিক বিমানবন্দরে সিকিউরিটি চেকে প্যারাসাইক্লিস্ট আদিত্যকে বলা হয়, তাঁর প্রোস্থেটিক লিম্ব(কৃত্রিম পা) খুলতে হবে নিরাপত্তার স্বার্থে৷

আদিত্য নিরাপত্তাকর্মীদের অনুরোধ করেন, কৃত্রিম পা খুলে তা আবার পরতে গেলে সময় লাগে প্রায় ৪৫ মিনিট৷ আদিত্য-র অভিযোগ, তখন বিমানের টেক-অফ করতে বাকি ছিল ৩০ মিনিট৷

আদিত্যর দাবি, নিরাপত্তারক্ষীরা ছিলেন নাছোড়৷ অবশেষে একটি ঘরে বসে কোনওমতে কৃত্রিম পা-টি খুলতে হয় আদিত্যকে৷

প্যারাসাইক্লিস্টের আরও অভিযোগ,  খোলার পর নিরাপত্তাকর্মীরা তাঁকে বলেন, তাড়াতাড়ি পুনরায় পরে নিতে। কারণ, বিমান ছাড়ার সময় হয়ে গিয়েছে।

বাড়িতে এসে  দেখেন,  তাড়াহুড়ো করে কৃত্রিম পা লাগানোয় রক্ত ঝরতে থাকে তাঁর পা থেকে৷ আদিত্য জানান, এর আগেও দুবার দিল্লি ও বেঙ্গালুরু বিমানবন্দরে একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।

এই খবর প্রকাশ্যে আসতেই বিতর্কে বেঙ্গালুরুর বিমানবন্দর৷ যদিও, হায়দরাবাদের ডিজিসিএ দফতর থেকে জানিয়ে দেওয়া হয়, এটাই (প্রস্থেটিক লিম্ব) খোলাটাই স্বাভাবিক নিরাপত্তাজনিত প্রক্রিয়া।