শিলিগুড়ি: বৃষ্টির জেরে ফের ব্যাহত শিলিগুড়ি-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ। নতুন করে শুরু হয়েছে বৃষ্টি।
সকালের দিকে আকাশ পরিষ্কার থাকায় মেরামতির কাজ শেষ করে বিকেলের মধ্যেই ১০ নম্বর জাতীয় সড়ক খুলে দেওয়ার কথা জানিয়েছিল পূর্ত দফতর। কিন্তু এই পরিস্থিতিতে বিকেলের মধ্যে যান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। গতকাল সন্ধ্যায় কালিঝোরায় প্রবল বৃষ্টির জেরে ধস নামে। বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক। এরপরই রাস্তা মেরামতির কাজে নামে পূর্ত দফতর। বৃষ্টির জন্য প্রথমে কাজ ব্যাহত হলেও, রাতেই হালকা যান চলাচলের উপযোগী রাস্তা তৈরি হয়ে যায়। তবে ধসের জেরে পর্যটকদের সিকিম থেকে কালিম্পং হয়ে শিলিগুড়ি আসতে হচ্ছে।
প্রবল বৃষ্টিতে ফের ব্যাহত শিলিগুড়ি-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ, আটকে বহু গাড়ি
Web Desk, ABP Ananda
Updated at:
13 Oct 2016 12:31 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -