চেন্নাই: মাত্র ১২ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। এবার বিশ্বের ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়ে একপ্রকার অঘটন ঘটালেন তামিলনাড়ুর আর প্রজ্ঞনানন্দ। কিন্তু জয়ের পরও নির্লিপ্ত তিনি। সামনের দিকে তাকানোই মূল লক্ষ্য তাঁর। ম্যাচের পর প্রজ্ঞনানন্দ বলেন, ''ম্য়াগনাস কার্লসেনকে হারানো স্বপ্নের মতো। এই জয় আমাকে আগামী ম্যাচগুলোর আগে অনেক বেশি আত্মবিশ্বাস জোগাবে। তবে আমি সামনের দিকে তাকাতে চাই। এই নিয়ে বেশি ভাবতে চাই না।'' 


ষোলো বছরের প্রজ্ঞনানন্দ আরও বলেন, "আর পাঁচটা ম্যাচের মতোই এই ম্যাচটা খেলেছিলাম। বাড়িত কোনও চাপ নিইনি। তাছাড়া আলাদা কোনও প্রস্তুতিও ছিল না। জানতাম উল্টোদিকে বিশ্বের ১ নম্বর দাবাড়ু। তার জন্য়ই খেলাটা শুধু উপভোগ করতে চেয়েছিলাম। তবে দারুণ খুশি আমি। এই জয় নিজের ওপর বিশ্বাস আরও বাড়িয়ে দেবে।''


অনলাইন র‍্যাপিড চেসের এয়ারথিংস মাস্টার্স টুর্নামেন্টে বাজিমাত করলেন তিনি। পুরো নাম রমেশবাবু প্রজ্ঞানানন্দ। কালো ঘুঁটি নিয়ে খেলে ৩৯ চালে আর প্রজ্ঞানন্দের বাজিমাত। আনন্দ, হরিকৃষ্ণের পর তৃতীয় ভারতীয় হিসেবে হারালেন কার্লসেনকে। ভারতীয় দাবায় আজকের দিন ঐতিহাসিক বলেই মনে করা হচ্ছে।


এর আগে ২০১৮ সালে, ১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন চেন্নাইয়ের কিশোর আর প্রজ্ঞানানন্দ। সে বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার। ইতালির গ্রেনডাইন ওপেনের শেষ রাউন্ডে ইতালিরই গ্র্যান্ডমাস্টার মোরোনি জুনিয়রকে হারানোর সঙ্গে সঙ্গে এই খেতাব পেয়েছিল সে। বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার ইউক্রেনের সার্গেই করজাকিন। ২০০২ সালে ১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হন তিনি।


এই টুর্নামেন্টে শুরু থেকে একদমই ভাল ফর্মে ছিলেন না প্রজ্ঞানানন্দ। প্রথম সাত রাউন্ডের ম্যাচে দু'টি ড্র, চারটি হার এবং একটি ম্যাচে জয় পান তিনি। আর্মেনিয়ান গ্র্যান্ডমাস্টার অ্যারোনিয়ানের বিরুদ্ধে জয় পেয়েছিলেন প্রজ্ঞানানন্দ। কিন্তু তার আগে অনীশ গিরি, কুয়াং লিয়েমের সঙ্গে ড্র করেন প্রজ্ঞানানন্দ। এরিক হেনসেন, ডিং লিরেন, হান-ক্রিজতফ দুদা আর শাখরিয়ার মামেদিয়ারোভের কাছে হারতে হয়েছে। এখন যুগ্মভাবে ১২ নম্বর স্থানে আছেন প্রজ্ঞানন্দ।