নয়াদিল্লি: চলতি বছরেই অক্টোবর-নভেম্বর মাস নাগাদ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। আর তারজন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডে বিশ্বকাপের জন্য দল বাছাই নিয়ে যে বিপাকে দেশকে পড়তে হয়েছিল, এবার যেন তেমনটা না হয়, সেবিষয়ে যথেষ্ট সচেতন ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে রোহিত শর্মা, কেএল রাহুল নাকি রোহিত শর্মা এবং শিখর ধবন, এ নিয়ে এখন থেকেই পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। চার নম্বরে শ্রেয়স আইয়ারও পোক্ত হচ্ছেন। হাতে রয়েছেন ঋষভ পন্থও। মহেন্দ্র সিংহ ধোনি খেললে সমীকরণ বদলাতে পারে। এই পরিস্থিতিতে দলে যদি হার্দিক পাণ্ড্যরও ঠাঁই হয়, তাহলে কী হবে? বোলার হিসেবে তাঁর ভূমিকা থাকবে এনিয়ে কোনও সন্দেহ নেই। তবে ব্যাটিংয়ের গভীরতা বাড়াতেও যে তিনি দলের পছন্দ হয়ে উঠতে পারেন সে সম্ভাবনাও ফেলে দেওয়া যায় না। হার্দিক নিজেও ব্যাটে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিনিশারের ভূমিকা পালন করতে চান হার্দিক।


তাহলে কি ধোনির জায়গা নেবেন তিনি? উত্তর হল, না। হার্দিক ফিনিশার হতে চান। ঠিকই। তবে ধোনি হতে পারবেন না। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমি কখনই ধোনির জুতোয় পা গলাতে পারব না এবং সে কথা আমি ভাবিও না। তবে সত্যি বলতে আমি চ্যালেঞ্জ নিতে চাই। আমি যাই করব, তা দলের ভালর জন্যই করব।”


প্রসঙ্গত, গত বছর সেপ্টম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি খেলেছেন হার্দিক।  চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তিনি। সার্জারি হয়েছে। বিশ্রামের পর মাঠে ফিরেছেন। নিজের নেট প্র্যাক্টিসের ভিডিও শেয়ার করে বার্তা দিয়েছেন, তিনি সুস্থ এবং শীঘ্রই ফিরবেন। আন্তর্জাতিক দলে না থাকলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে খেলতে পারেন হার্দিক।


এই সাক্ষাৎকারে কফি উইথ করণের বিতর্কিত এপিসোড নিয়েও কথা বলেন তিনি। তাঁর বক্তব্য ওই এপিসোডে বল তাঁর কোর্টে ছিল না। যা ঘটেছে, তার ওপর নিয়ন্ত্রণ ছিল না, মন্তব্য হার্দিকের।