পুনে: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন হরভজন সিংহ। ভারতীয় দলের এই স্পিনার বললেন, কোহলি দুর্দান্ত ক্রিকেটার। দায়িত্ব নিজের কাঁধে নিতে পছন্দ করেন এবং দলের কাছ থেকে সে রকমটাই আশা করেন। এর পাশাপাশি কোহলি প্রচুর পরিশ্রমও করেন। তাঁর নেতৃত্বে টিম প্রত্যাশার তুলনায় অনেক ভালো খেলছে।
কোহলির ব্যাটিং পারফরম্যান্সের কারণে অনেকেই তাঁর সঙ্গে সচিন তেন্ডুলকরের তুলনা টানছেন। এ ব্যাপারে ভাজ্জি বলেছেন, দুজনে দুই ভিন্ন জমানার ক্রিকেটার। তাঁরা আলাদা আলাদা বোলারদের খেলেছেন। তাই এক্ষেত্রে তুলনা করাটা ঠিক হবে না।
একইসঙ্গে এই অফস্পিনার বলেছেন, এরপরও তিনি তেন্ডুলকরকে কোহলির চেয়ে অনেকটাই এগিয়ে রাখবেন। ভাজ্জির কথায়, এখন তো বোলিংয়ের মান অনেকটাই পড়ে গিয়েছে। সচিনকে যে সব বোলারদের খেলতে হয়েছে এখানকার বোলারদের মান ততটা ভালো নয়।
ভাজ্জি বলেছেন, টি-২০ শুরু হওয়ার পর থেকে সামগ্রিকভাবে ক্রিকেটের মান পড়ে গিয়েছে। তিনি বলেছেন, টি-২০ ম্যাচে ১০ ওভারেই কোনও দল ৪-৫ টি উইকেট ফেলে দিতে পারে। এমনটা একদিনের ক্রিকেটে হবে বলেও আশা করে।
হরভজন বলেছেন, টি-২০-র প্রভাবে বাউন্ডারি লাইন কমে গিয়েছে। ব্যাটসম্যানের একটা মিস হিটও ছক্কা হয়ে যায়, যা স্পিন বোলিংকে খুন করার সামিল।
ভাজ্জি বলেছেন, স্পিনারদের পক্ষে কিছুই নেই। ভালো পিচ তৈরির প্রয়োজন। টেস্ট ম্যাচ পাঁচ দিন ধরেই চলা উচিত, যাতে স্পিনাররা পারফর্ম করার জন্য প্রয়োজনীয় সময়টুকু পান।
ভারতীয় খেলোয়াড় হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বেই তিনি নিজের সেরা খেলাটা খেলেছেন বলে মন্তব্য করেছেন হরভজন।
কোহলির থেকে অনেকটাই এগিয়ে রাখব সচিনকে: হরভজন
ABP Ananda, web desk
Updated at:
22 Feb 2017 11:04 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -