লখনউ: বিধানসভা নির্বাচনের প্রচার ঘিরে উত্তপ্ত উত্তরপ্রদেশের রাজনীতি। রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে তীব্র বাদানুবাদ। এরইমধ্যে বিজেপি শিবিরের অস্বস্তি বাড়ালেন দলের সাংসদ বরুণ গাঁধী। তাঁর গলায় ‘বিদ্রোহে’র সুর! এর আগে বিজেপির অন্য এক সাংসদ শত্রুঘ্ন সিনহার বিভিন্ন মন্তব্য বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে।গতকাল কংগ্রেসের এক নেতার স্কুলের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বরুণ বলেছেন, গত দুই বছরে ঋণের দায়ে সাড়ে সাত হাজার কৃষক আত্মহত্যা করেছেন। আর বিজয় মাল্য নয় হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন।


উল্লেখ্য, উত্তরপ্রদেশের ভোটের প্রচারে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী কৃষকদের ঋণ মকুবকে মোদী সরকারের বিরুদ্ধে অন্যতম হাতিয়ার করেছেন।

একইসঙ্গে বরুণ আরও বলেছেন, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রোহিত ভেমুলার সুইসাইড নোট পড়ে তাঁর চোখে জল এসে গিয়েছিল। উল্লেখ্য, রোহিতের আত্মহত্যা ঘিরে বিরোধীদের তোপের মুখে পড়েছিল বিজেপি। এবার এ বিষয়ে বিরোধীদের সুরে সুর মিলিয়েই মন্তব্য করলেন বরুণ। বিজেপি এ বিষয়ে কী প্রতিক্রিয়া দেয়, সেটাই এখন দেখার।