মুম্বই: ভারতীয় দলের তরুণ অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি। চোট-আঘাত বারবার সমস্যায় ফেলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে জাতীয় দলে ঠাঁই হয়নি। তবে আইপিএলে আমদাবাদ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন হার্দিক। কিন্তু জাতীয় দলের রাস্তা অত সহজ হবে না এই তরুণ অলরাউন্ডারের। অন্তত তেমনটাই জানান দিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগে অফফর্মের রাহানে-পূজারার জন্য যা বলেছিলেন, এদিন হার্দিকের জন্যও সেই একই কথা। রঞ্জিতে দেখতে চান হার্দিককে বোর্ড সভাপতি। জাতীয় দলে ফেরার আগে বঢোদরার অলরাউন্ডারকে রঞ্জি খেলার পরামর্শ দিলেন সৌরভ।


এক সাক্ষাৎকারে হার্দিকের কামব্যাক প্রসঙ্গে কথা বলতে গিয়ে বোর্ড সভাপতি বলেন, "হার্দিক চোট পেয়ে ছিটকে গিয়েছিল। এই সময়ের মধ্যে ও নিজেকে প্রস্তুত করেছে। আমি চাই ও দ্রুত মাঠে ফিরে আসুক, আগের মতোই দেশের হয়ে প্রতিনিধিত্ব করুক। কিন্তু আমি অবশ্যই চাইব যে রঞ্জি ট্রফি দিয়েই তা শুরু হোক।'' সৌরভ আরও বলেন, ''আমি চাই ও বল করুক আগের মতোই। যেভাবে অনেক ওভার করতে পারত আগে। সেভাবেই অনুশীলন করুক। রঞ্জি ম্য়াচেও বল করুক, তাতে ওর শরীর আরও ফিট হবে ক্রমে। এছাড়া আইপিএলে এখন ও আমদাবাদ দলের অধিনায়কও। ফলে সেই প্ল্যাটফর্মেও ওর ফিটনেস পরখ করা হবে।''


উল্লেখ্য, কিছুদিন আগে অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকেও রঞ্জি খেলার পরামর্শ দিয়েছিলেন সৌরভ। তিনি এক সাক্ষাৎকারে বলছেন, ''রাহানে, পূজারা ২ জনেই দুর্দান্ত ক্রিকেটার। আশা করি ওরা রঞ্জি ট্রফিতে নামবে। আমি নিশ্চিত ওরা এবারের রঞ্জিতে খেলবে। এখানে কোনও সমস্যা দেখছি না। রঞ্জিতে ভাল পারফর্ম করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসুক ওরা। রঞ্জি ঐতিহ্যশালী ও অনেক বড় টুর্নামেন্ট। আমরা সবাই সেখানে খেলেছি।''


সৌরভ আরো বলেন, ''ওরা ২ জনে এর আগেও জাতীয় দলে খেলার সময় রঞ্জিতে খেলেছে, যখন ওরা সীমিত ওভারের ফর্ম্যাটে খেলত না, শুধু টেস্টে খেলত। তাই এখনও ওদের রঞ্জিতে খেলতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। ওখানে গিয়েই পারফর্ম করা উচিত ওদের।''