মোনাকো: ২০১৯ পর্যন্ত ক্রিকেট খেলে তারপর অবসরের কথা ভাববেন বলে জানালেন ভারতের তারকা যুবরাজ সিংহ। তিনি বলেছেন, ‘আমি আইপিএল-এ ভাল খেলার জন্য মুখিয়ে আছি। এই প্রতিযোগিতা আমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, এটাই ঠিক করে দেবে, আমি ২০১৯ পর্যন্ত খেলব কি না। যে পর্যায়েই হোক না কেন, আমি ২০১৯ পর্যন্ত খেলতে চাই। তারপর অবসরের বিষয়ে সিদ্ধান্ত নেব।’


২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবরাজ বেশ কিছুদিন ধরেই জাতীয় দলে অনিয়মিত। তিনি শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালের জুনে। ২০১৯ বিশ্বকাপে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। ক্যান্সার থেকে সেরে উঠে মাঠে ফেরা এই তারকার টেস্ট দলে জায়গা পাকা না করতে পারা নিয়ে আফশোস রয়েছে। তিনি বলেছেন, ‘আমার কেরিয়ারের প্রথম ৬-৭ বছরে যখন সেরা ফর্মে ছিলাম, তখন টেস্ট দলে বিশেষ সুযোগ পাইনি। কারণ, তখন একাধিক মহান খেলোয়াড় ছিলেন। পরে যখন সুযোগ পেলাম, তখনই আমার ক্যান্সার ধরা পড়ল। তাই সারাজীবন আফশোস থাকবে। তবে এটা আমার নিয়ন্ত্রণে নেই। আমি শুধু খেলার অপেক্ষায় আছি।’

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে লড়াই করে ১-২ ফলে হারার পর একদিনের ও টি-২০ সিরিজ জেতায় ভারতীয় দলের প্রশংসা করেছেন যুবরাজ। তিনি আলাদা করে দুই স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলের প্রশংসা করেছেন।